ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এবারের বিশ্বকাপ মেসিময়: জানেত্তি

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, জুন ২৪, ২০১৪
এবারের বিশ্বকাপ মেসিময়: জানেত্তি লিওনেল মেসি

ঢাকা: আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার জাভিয়ের জানেত্তি বিশ্বাস করেন এবারের বিশ্বকাপ ক্রমশ লিওনেল মেসির হয়ে উঠছে। মেসির হাত ধরেই শিরোপা আর্জেন্টিনায় যাবে বলেও মনে করেন তিনি।



বার্সেলোনায় খেলা মেসি দেশের হয়ে সেরাটা দিতে পারেন না, এমন সমালোচনা চারবারের ব্যালন ডি’অর জেতা আর্জেন্টাইন অধিনায়ককে শুনতে হয়েছে বহুবার। তবে আলজান্দ্রো স্যাবেলার দায়িত্ব নেয়ার পর ২২ ম্যাচে ২২ গোল করে মেসি সেই সমালোচনার জবাব দিতে শুরু করেছেন।

গ্রুপ পর্বের প্রথম খেলায় বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে মেসি গোল করার পর জানেত্তি বলেছিলেন, ‘এই ২৭ বছর বয়সী (মেসি) প্রথমবারের মতো বিশ্বশিরোপা এনে দেওয়ার জন্য প্রস্তুত। এটা লিও’র বিশ্বকাপ হতে যাচ্ছে। ’

আর্জেন্টিনার হয়ে ১৪৫ ম্যাচ খেলা জানেত্তি আরো বলেন, ‘আমি আশা করি মেসি তার কাঁধে দলের দায়িত্ব নিয়েছে। আর সুপার স্টাররা জানে তাকে কি করতে হবে। এই দলের আদর্শ নেতা মেসি। ’

এবারের বিশ্বশিরোপা কেন মেসিময় হতে যাচ্ছে এমন প্রশ্নে তিনি বলেন, ‘২০০৬ ও ২০১০ সালের বিশ্বকাপে মেসি তরুন ছিল। তবে সে তার মেধা দেখিয়েছিল। আর এবার সে সম্পূর্ণ পরিপক্ক একজন ফুটবলার হিসেবে দেশের দায়িত্ব নিয়েছে। গত তিন-চার বছরে মেসি আরো পরিণত হয়েছে। তাই বলা চলে এবারের বিশ্বকাপ মেসিময় হতে চলেছে। ’

গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরানের বিপক্ষে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে মেসির গোলে জয় পায় আর্জেন্টিনা। গ্রুপ পর্বে তাদের শেষ প্রতিপক্ষ নাইজেরিয়ার বিপক্ষে মেসিবাহিনী ২৫ জুন পোর্তে আলেগ্রেতে মাঠে নামবে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘন্টা, ২৪ জুন ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।