ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিশ্বকাপের শেষ ষোলো

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০২ ঘণ্টা, জুন ২৭, ২০১৪
বিশ্বকাপের শেষ ষোলো

ঢাকা: সাম্বার দেশে চলমান ফুটবল বিশ্বকাপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ হলো গ্রুপ পর্বের যুদ্ধ। বিশ্বকাপে মোট ৩২টি দল অংশ নিলেও গ্রুপ পর্বের লড়াইয়ে ছাঁটাই হয়ে গেছে ১৬টি দল।

এবার বাকি ১৬টি দল খেলবে ‘ডু অর ডাই’ ম্যাচ।

গ্রুপ পর্ব জয় করে নকআউটে জায়গা করে নেওয়া ষোলোটি দলের প্রত্যেকেরই লক্ষ্য শেষ আট অর্থাৎ কোয়ার্টার ফাইনাল।

শেষ আটের লক্ষ্যে যে ১৬টি দল গ্রুপ পর্ব জয় করে এসেছে সেসব দলগুলোকে পরিচিত করিয়ে দিচ্ছে বাংলানিউজ।

প্রথমেই এ গ্রুপ। এ গ্রুপ থেকে শেষ ষোলোয় স্থান করে নিয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে স্বাগতিক ব্রাজিল ও রানারআপ হিসেবে মেক্সিকো।

এরপর বি গ্রুপ। বি গ্রুপ থেকে শেষ ষোলোয় জায়গা হয়েছে চ্যাম্পিয়ন হিসেবে নেদারল্যান্ডস এবং রানারআপ হিসেবে চিলির।



গ্রুপ সি থেকে শেষ ষোলোয় উঠে এসেছে চ্যাম্পিয়ন হয়ে কলম্বিয়া এবং রানারআপ হয়ে গ্রিস।

ডি গ্রুপ থেকে সেরা ষোলোয় স্থান করে নিয়েছে চ্যাম্পিয়ন হয়ে চমকে দেওয়া কোস্টারিকা ও রানারআপ হয়ে উরুগুয়ে।

ই গ্রুপ থেকে সেরা ষোলোয় উঠে এসেছে চ্যাম্পিয়ন হিসেবে ফ্রান্স এবং রানারআপ হিসেবে সুইজারল্যান্ড।

গ্রুপ এফ থেকে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে সেরা ষোলোয় স্থান করে নিয়েছে চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা ও রানারআপ হিসেবে নাইজেরিয়া।

জি গ্রুপ থেকে শেষে ষোলোয় জায়গা হয়েছে চ্যাম্পিয়ন জার্মানি ও রানারআপ যুক্তরাষ্ট্রের।

সর্বশেষ গ্রুপ এইচ থেকে সেরা ষোলোয় স্থান করে নিয়েছে চ্যাম্পিয়ন বেলজিয়াম ও রানারআপ আলজেরিয়া।

গত ১২ জুন সাও পাওলো স্টেডিয়ামে ব্রাজিল ও ক্রোয়েশিয়ার মধ্যকার উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে গ্রুপ পর্বের লড়াই শুরু হয়। সেরা ষোলোয় ওঠার এ লড়াই শেষ হয় ২৬ জুন (বৃহস্পতিবার) কিউরিতিবার অ্যারেনা দ্য বাইক্সাদা স্টেডিয়ামে রাশিয়া ও আলজেরিয়ার মধ্যকার ম্যাচের মাধ্যমে।

গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি, ইংল্যান্ড ও স্পেনকে। বিদায় নিতে হয়েছে ক্রোয়েশিয়া, ক্যামেরুন, অস্ট্রেলিয়া, আইভরি কোস্ট, জাপান, ইকুয়েডর, হন্ডুরাস, বসনিয়া-হার্জেগোভিনা, ইরান, পর্তুগাল, ঘানা, রাশিয়া ও দক্ষিণ কোরিয়াকে।

বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।