ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ব্রাজিল-চিলি ম্যাচে রেকর্ড টুইট

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫১ ঘণ্টা, জুন ২৯, ২০১৪
ব্রাজিল-চিলি ম্যাচে রেকর্ড টুইট

ঢাকা: নকআউট পর্বের শ্বাসরুদ্ধকর প্রথম ম্যাচে টাইব্রেকারে ৩-২ গোলে চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইন‍াল নিশ্চিত করেছে স্বাগতিক ব্রাজিল। উত্তেজনার এই ম্যাচ মাঠে উপস্থিত দর্শকদের যেমন ভাবিয়েছে তেমনি ভাবিয়েছে বিশ্বজুড়ে ব্রাজিল-চিলি সর্মথকদের।

বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ টুইটের রেকর্ড গড়েছে ম্যাচটি।

ব্রাজিল-চিলির এ জমজমাট লড়াই নিয়ে এক কোটি ৬৪ লাখ টুইট হয়েছে বলে জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কর্তৃপক্ষ।

এছাড়া, টুইটারে ব্রাজিলের নেইমারকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। আলোচনায় দ্বিতীয় ও তৃতীয় ব্রাজিলিয়ান খেলোয়াড়দ্বয় হলেন হাল্ক ও জুলিও সিজার।

অপরদিকে, চিলিয়ানদের মধ্যে সানচেজ ছিলেন আলোচনার শীর্ষে। চার্লস অ্যারাঙ্গুয়িজ ও মরিসিও পিনিল্লা ছিলে দ্বিতীয় ও তৃতীয় স্থানে।

বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, জুন ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।