ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রাখেন আর্জেন্টিনার বাংলাদেশ সফরের খোঁজ

বাংলাদেশে কোটি সমর্থক শুনে বিস্মিত স্কলারি

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, জুন ৩০, ২০১৪
বাংলাদেশে কোটি সমর্থক শুনে বিস্মিত স্কলারি ব্রাজিলের কোচ লুইস ফেলিপ স্কলারি ও সোহেল সারোয়ার চঞ্চল

ঢাকা: বিশ্বের অন্যতম সেরা কোচ লুইস ফেলিপ স্কলারির মুখে বাংলাদেশের নাম, বাংলাদেশের ফুটবল নিয়ে প্রশ্ন, আর্জেন্টিনার সফরের খোঁজ রাখার খবর ১৬ কোটি বাঙালিকে একটু হলেও নিশ্চয় বিস্মিত করবে।

বর্তমান ব্রাজিল দলের এই কোচ সত্যি যেমন বিস্মিত এদেশের কোটি ভক্ত, ওড়ানো পতাকার খবরে, তেমন অবাক আমাদেরও হতে হয় যখন তিনি বলেন, আর্জেন্টিনা তো একবার বাংলাদেশ সফরে গিয়েছিল!

শনিবার ব্রাজিল-চিলি ম্যাচের পর সংবাদ সম্মেলন শেষে দৈনিক ইত্তেফাক পত্রিকা থেকে ব্রাজিল বিশ্বকাপ কাভার করতে যাওয়া স্পোর্টস রিপোর্টার সোহেল সারোয়ার চঞ্চল কথা বলার সুযোগ পান ব্যস্ত এই মানুষটির সঙ্গে।



সংবাদ সম্মেলনের প্রসঙ্গ তুলতেই স্কলারি চঞ্চলের কাছে জানতে চান প্রেস কনফারেন্সে তুমি যেন কোন দেশের নাম বলেছিলে?' বললেন, 'বাংলাদেশ। ' প্রশ্ন করলেন, 'কোথায় এই দেশটা? নাম তো শুনেছি বলে মনে হচ্ছে। এটা কি এশিয়াতে পড়েছে?' চঞ্চল বলেন, 'হ্যাঁ দক্ষিণ এশিয়ায়। ' স্কলারি বললেন, 'আর্জেন্টিনা বোধহয় বাংলাদেশে খেলতে গিয়েছিল। বাংলাদেশের ফুটবলের অবস্থা এখন কেমন? তোমরা কী বাছাই পর্বে খেলো?' জানতে চাইলেন বাংলাদেশের ফুটবল সম্পর্কেও।

স্কলারির সামনে সংক্ষেপে দেশের ফুটবলের চিত্র তুলে ধরেন চঞ্চল।

বাংলাদেশে ব্রাজিলের কোটি সমর্থক আছে এটা স্কলারির যেন বিশ্বাসই হচ্ছিল না। একটা দেশের মানুষ আরেকটা দেশকে এভাবে ভালোবাসে কিভাবে। তাকে চঞ্চল জানান, বিশ্বকাপ খেলার সময় আমাদের দেশের বিভিন্ন বাড়ির ছাদে ব্রাজিলের পতাকা ওড়ে।

এ কথা শুনে স্কলারি রীতিমত বিস্ময় প্রকাশ করেন।

ফিফার মিডিয়া অফিসারকে অনুরোধ করে তার সহযোগিতা নিয়ে স্কলারির কাছে আবার জানতে চান, 'আজকে (শনিবার) ব্রাজিল এমন খেললো কেন?' স্কলারি বললেন, 'তুমি তো দেখেছো। তুমি বলো না কেন এমন খেললো। ' চঞ্চল বলেন, 'নেইমার ব্যথা পাওয়ার পর পা বাঁচিয়ে খেলেছে। ' স্কলারি বললেন, 'না না তা হবে কেন। ' পাল্টা প্রশ্ন করলেন, 'খেলোয়াড় চেঞ্জ করেও তো কোনো পরিবর্তন দেখা গেলো না। '

এরপর স্কলারি সংবাদ সম্মেলনের কথাই পুনরাবৃত্তি করলেন, 'ইচ্ছে হয়েছিল সবই চেঞ্জ করে ফেলি। আসলে আমাদের উপর ব্রাজিলের মানুষের প্রত্যাশাটা বেড়ে গেছে। দলে সবাই তো সিনিয়র ফুটবলার না। এতো বড় আসরে দলের সবাই একই রকম চাপ নিতে পারে না। '

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, জুন ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।