ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফেসবুকে বিশ্বকাপ উন্মাদনায় শ’ কোটি পোস্ট

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, জুন ৩০, ২০১৪
ফেসবুকে বিশ্বকাপ উন্মাদনায় শ’ কোটি পোস্ট

ঢাকা: ফুটবল বিশ্বকাপের এবারের আসরের ৫২টি ম্যাচ ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাইয়ের ফাইনালসহ বাকি আরও ১২ ম্যাচ।

ইতোমধ্যে বিশ্বকাপকে কেন্দ্র করে ফুটবল ভক্তদের মধ্যে ভার্চুয়াল যুক্তি-তর্কের যোগাযোগে রেকর্ড গড়েছে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক।

মাধ্যমটির কর্তৃপক্ষ বলছে, বিশ্বকাপকে কেন্দ্র করে ১২ জুন থেকে ২৯ জুন পর্যন্ত রেকর্ড একশ’ কোটি পোস্ট, লাইক এবং কমেন্টস পড়েছে। বিশ্বব্যাপী ২২ কোটি ফুটবল ভক্ত এসব যুক্তি-তর্কে অংশ নিয়েছেন।

এ বিষয়ে ফেসবুকের পার্টনারশিপ ডিরেক্টর নিক গ্রুদিন সংবাদ মাধ্যমকে বলেন, ফুটবল নিয়ে যে যা দেখছেন, তা ফেসবুকের মাধ্যমে সবার কাছে তুলে ধরছেন। এর মাধ্যমে ঘটনার তাৎক্ষণিক বর্ণনা-চিত্র সবার কাছে পৌঁছে যাচ্ছে।

বলা হচ্ছে,  ‍প্রতি ১০ জনের সাতজনই মোবাইলে ফেসবুক ব্যবহারের মাধ্যমে তাদের ভাব আদান-প্রদান করেছেন।

চলতি বিশ্বকাপের প্রথম সপ্তাহেই ফুটবল নিয়ে ফেসবুকে প্রায় ৪৬ কোটি কমেন্ট করা হয়, যা চলতি বছর অনুষ্ঠিত পুরো সোচি উইন্টার অলিম্পিক গেমসকেন্দ্রিক কমেন্টের চেয়েও বেশি।  

ফেসবুক কর্তৃপক্ষ আরও জানায়, শনিবার ব্রাজিল-চিলি ম্যাচকে কেন্দ্র করে ফেসবুকে তিন কোটি মানুষ সাড়ে সাত কোটি পোস্ট দেয়।

পোস্ট-কমেন্টেস’র এ ধারা অব্যাহত থাকলে বিশ্বকাপের শেষ পর্যন্ত যুক্তি-তর্কের যোগাযোগে কোনো সামাজিক মাধ্যমে রেকর্ড হবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, জুন ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।