ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনা সাধারণ মানের দল: বেলজিয়াম কোচ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, জুলাই ৬, ২০১৪
আর্জেন্টিনা সাধারণ মানের দল: বেলজিয়াম কোচ মার্ক উইলমটস

ঢাকা: ব্রাজিল বিশ্বকাপের হট ফেভারিট দল আর্জেন্টিনাকে ‍সাধারণ মানের দল বলে মন্তব্য করেছেন বেলজিয়াম দলের কোচ মার্ক উইলমটস।

শনিবারের ম্যাচে খেলার ৮ মিনিটেই হিগুয়েনের গোলে এগিয়ে খেলার নিয়ন্ত্রণ নেয় আর্জেন্টিনা।

তারপর একাধিক সুযোগ তৈরি করলেও সমতায় ফিরতে পারেনি ইউরোপের দলটি।

কিন্তু খেলা শেষে বেলজিয়াম কোচের অভিযোগ খেলার নিয়ন্ত্রণ ধরে রাখতে নেতিবাচক ফুটবল খেলেছে ‍সাবেলার শিষ্যরা।

মার্ক বলেন, আমরা আর্জেন্টিনার খেলায় অভিভূত নই। তারা সাধারণ মানের একটি দল। তারা খেলার ছন্দকে নষ্ট করেছে।

তিনি অভিযোগ করেন, আর্জেন্টিনার খেলোয়াড়রা একটি থ্রো করতেও ৩০ সেকেন্ড সময় নিয়েছে। কিন্তু রেফারি কিছুই করেনি।

তিনি আরো বলেন, শুরুতে তারা গোল পেয়েছে। শেষদিকে মেসি গোলকিপারকে একা পেয়েছে। কিন্তু গোলবারে সে কয়টা শট নিয়েছে।

তবে মার্ক স্বীকার করেন, আর্জেন্টিনা তাদের কোনো জায়গাই দেয়নি এবং বিশ্বকাপের সমৃদ্ধ অভিজ্ঞতাই তাদের এগিয়ে দিয়েছে।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।