ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্য মেসির ওপর

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জুলাই ৯, ২০১৪
আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্য মেসির ওপর দিয়াগো ম্যারাডোনা

ঢাকা: আর্জেন্টিনার বিশ্বকাপ ভ‍াগ্য দলটির অধিনায়ক ও তারক‍া স্ট্রাইকার লিওনেল মেসির ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন দলটির ৮৬’র বিশ্বকাপ জয়ী সেনাপতি দিয়াগো ম্যারাডোনা।

ম্যারাডোনা বলেন, এটা সত্যি যে মেসির কারণেই ২৪ বছর পর আমরা সেমিফাইনালে উঠেছি।

আর একটি জয় আমাদেরকে লক্ষ্যে নিয়ে যাবে।

তিনি বলেন, যখন কোনো দল হেরে যাবে তখন পুরো জাতি শোকে কাতর হবে। আর জয়ী হলে সবাই আনন্দ-উল্লাস করবে, এটাই স্বাভাবিক।

মেসির ওপর দলের প্রত্যাশা বেশি এবং সে তা জানে বলেও মনে করেন বিশ্বকাপ জয়ী এ সেনাপতি।

বুধবার বাংলাদেশ সময় রাত ২টায় অ্যারেনা দে সাও পাওলো স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস।

জয়ী দল আগামী ১৩ জুলাই রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি হবে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।