ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসির হাতে বিশ্বকাপ মানায়: নেইমার

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৪
মেসির হাতে বিশ্বকাপ মানায়: নেইমার

ঢাকা: জার্মানির বিপক্ষে বিশ্বকাপের ট্রফি জেতার মতো যোগ্যতা লিওনেল মেসির রয়েছে। এমনটা মনে করেন ব্রাজিলের তারকা খেলোয়াড় ও বার্সেলোনায় মেসির টিম-মেট নেইমার।



ব্রাজিলের এই ২২ বছর বয়সী খেলোয়াড় কোয়ার্টার ফাইনালে কলোম্বিয়ার ম্যাচে আহত হন। এরপর নিজেদের সেমিফাইনালে মাঠে নামতে পারেননি তিনি।

ওই ম্যাচে তাদের অপমানজনকভাবে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় জার্মানি।  

বার্সেলোনার সতীর্থকে সমর্থন জানিয়ে নেইমার বলেন, ফাইনালে জার্মানিকে বদ করার যোগ্যতা বার্সেলোনার তারকা লিওনেল মেসির আছে। তিনি ওই জয়ের জন্য তিনি যোগ্যও বটে।

সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে তিনি বলেন,‘তিনি (মেসি) আমার বন্ধু, আমি তার সাফল্য কামনা করি। ’

বুধবার সাও পাওলোতে সেমিফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য ড্রয়ের পর পেনাল্টিতে ভ্যান গলের নেদারল্যান্ডসকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে অবস্থান করে নেয় লা আল্বিসেলেসতে (আর্জেটাইন ফুটবল দলের ডাক নাম)।

টানা ২৪ বছর পর বিশ্ব আসরের ফাইনালে পৌঁছেছে ম্যারাডোনার আর্জেন্টিনা। এর আগে ১৯৭৮ এবং ১৯৮৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।