ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

২০১৮ বিশ্বকাপকে মাথায় আনতে চান না সিজার

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৪

ঢাকা: আগেই বিদায় নেয়া ব্রাজিল তৃতীয় নির্ধারনী ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে হেরেছে ৩-০ গোলে। শেষ দুই ম্যাচে তারা মোট দশটি গোল হজম করেছে।

গোলবারের নিচে দায়িত্ব পালন করা জুলিও সিজারও মন থেকে মেনে নিতে পারছেন না এমন পরাজয়।

এ গোলরক্ষক তাই নিজের শেষ দেখে ফেলছেন। সিদ্ধান্ত নিয়েছেন তার বুট জোড়া তুলে রাখার। ৩৪ বছর বয়সী সিজার বলেন, ‘এটাই হয়তো আমার শেষ বিশ্বকাপ। ’

ব্রাজিলের হয়ে ৮৭ ম্যাচে গোলবার আগলে রাখা সিজার আরো বলেন, ‘পরের বছর ২০১৫ তে আমি হয়তো কোপা আমেরিকায় খেলতে পারি। তখন আমার বয়স হবে ৩৫ বছর। আর তখনই আমি অবসর নেওয়ার সিদ্ধান্ত নেব। ২০১৮ সালের বিশ্বকাপে খেলার কথা মাথায়ই আনতে চাইনা। ’

টরেন্টো এফসি’তে ধারে খেলা সিজার তার উত্তরসূরি রয়েছে বলে বিশ্বাস করেন। তিনি বলেন, ‘এবার সময় এসেছে অন্য গোলরক্ষকদের সুযোগ করে দেওয়ার। আমার মনে হয় সাত-আটজন গোলরক্ষক রয়েছে ব্রাজিলের জার্সি গায়ে খেলার যোগ্য হিসেবে। ’

২০০৪ সালে ব্রাজিল জাতীয় দলের হয়ে অভিষিক্ত হন সিজার। ইন্টার মিলানের হয়ে তিনি ২২৮ ম্যাচ গোলবারের নিচে দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন ক্লাবের হয়ে ৩৮৯টি ম্যাচ খেলেছেন। ২০০৬, ২০১০ এবং ২০১৪ সালের বিশ্বমঞ্চে তিনি ব্রাজিলের হয়ে মাঠে নেমেছেন। এছাড়া সেলেকাওদের হয়ে ২০০৩, ২০০৯ এবং ২০১৩ সালের কনফেডারেশন কাপে ব্রাজিলের অন্যতম ভরসার প্রতিক হয়ে ছিলেন সিজার।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ১৩ জুলাই ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।