ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসিও মিস করেন!

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৪
মেসিও মিস করেন!

ব্রাজিল বিশ্বকাপের ফাইনালের মুখোমুখি আর্জেন্টিনা-জার্মানি। খেলার শুরু থেকে সমান তালে লড়েছে উভয়দল।

২২ মিনিটের মাথায় আর্জেন্টাইন স্ট্রাইকার হিগুয়েন জার্মান গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারে নি।

অবশ্য পরে একটা গোল করে বিশ্বের কোটি মানুষের সঙ্গে আর্জেন্টাইনরাও উল্লাসে মেতে উঠেছিলেন। তবে রেফারির সংকেত বলে দেয় এটা অফ সাইড ছিলো! সবারই মাথায় হাত।

প্রথমার্ধ গোল শুন্য শেষ হয়। এপর দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৪৭ মিনিটে দারুন এক গোলের সুযোগ পান আর্জেন্টাইন তারকা মেসি। গ্যালারির দর্শক থেকে শুরু করে কোটি মেসি ভক্ত ধরেই নিয়েছিলেন এটা গোল হবে। তবে না সবার ধারণাকে ভুল প্রমাণ করে গোলের স্বাদ থেকে দলকে বঞ্চিত করলেন মেসি। শুধু হিগুয়েনই নয় মেসিও মিস করে।

ম্যাচের মুরু থেকেই যেন চেনা রুপে খেলতে পারছে না জার্মানি। অন্যদিকে ভাল খেলেও ভাগ্যদেবির সাক্ষাত বঞ্চিত মেসি বাহিনী। এখন অপেক্ষা ফলাফলের। শেষ পর্যন্ত কে হাসে শেষ হাসি।

বাংলাদেশ সময়: ০২২১ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।