ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ওজিলের অনুদান গাজায় নয়, ব্রাজিলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪
ওজিলের অনুদান গাজায় নয়, ব্রাজিলে সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপ থেকে প্রাপ্ত অর্থ গাজার শিশুদের জন্য নয়, ব্রাজিলের শিশুদের জন্য প্রদান করা হবে বলে জানিয়েছেন জার্মানি ফুটবল দলের অ্যাটাকিং মিডফিল্ডার মেসুত ওজিল।

বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হওয়া ফেসবুক পেজে তা পরিস্কার করেন ওজিল।



ওজিল বলেন, প্রাপ্ত অর্থ ব্রাজিলের গুরুতর অসুস্থ ১১ শিশুর অপারেশনের জন্য প্রদান করবেন। প্রয়োজনে বোনাসের টাকা দিয়ে এ সংখ্যা ১১ থেকে ২৩ পর্যন্ত বাড়ানো হবে।

ওজিল তার ফেসবুকে শিশুদের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। এতে দেখা যায়, চারটি শিশুর সঙ্গে একটি বড় আকৃতির জুতা হাতে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন।

জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন বিশ্বশিরোপা জেতায় প্রত্যেক খেলোয়াড়কে তিন লাখ ইউরো বোনাস দেয়ার ঘোষণা দেয়। আর সেমিফাইনাল জেতায় প্রত্যেককে আরো দেড় লাখ ইউরো দেওয়া হয়।

দ্বিতীয় রাউন্ডের ম্যাচ চলাকালে আলজেরিয়া ফুটবল দল তাদের প্রাইজমানি গাজার বাসিন্দাদের জন্য অনুদান হিসেবে দেওয়ার ঘোষণা দেয়।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।