ঢাকা: দীর্ঘ আট মাস পর জাতীয় দলের হয়ে মাঠে নামছেন লিওনেল মেসি। মঙ্গলবার আর্জেন্টিনার অনুশীলনে মেসি নামতেই পাল্টে গেছে দলের চেহারা।
আর্জেন্টিনার হয়ে শেষবার মেসি খেলেছিলেন গত বছর জুলাইয়ে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বের খেলায় আগামী বৃহস্পতিবার আলবেসেলিস্তারা নামছে চিলির বিপক্ষে। তারপরই ঘরের মাঠে ৩০ মার্চ দ্বিতীয় ম্যাচ বলিভিয়ার বিপক্ষে।
এদিকে নিজেদের গ্রুপে আর্জেন্টিনা এই মুহূর্তে ৬ নম্বরে! গ্রুপের সেরা ছয়টি দল বিশ্বকাপের মূল পর্বে উঠবে। যদিও জেরার্ডো মার্টিনোর শিষ্যদের এখনও বাকি ১৪টি ম্যাচ। মেসি দলে আসার পর আগুয়েরো আরও বলেন, ‘লিও আসার পর মনে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলারকে আমরা পেলাম। ’
৩০ মার্চ বলিভিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের এক সপ্তাহ আগেও মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়াম তৈরি না হওয়ায় ক্ষুব্ধ আগুয়েরো। সম্প্রতি ওই মাঠে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ায় মাঠ নষ্ট হয়ে গিয়েছে বলে অভিযোগ আর্জেন্টিনা ফুটবলারদের।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ২৩ মার্চ, ২০১৬
এমএমএস