ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মরিনহোই ম্যানইউ’র সুদিন ফেরাতে পারেন: ম্যাকার্থি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
মরিনহোই ম্যানইউ’র সুদিন ফেরাতে পারেন: ম্যাকার্থি সংগৃহীত

ঢাকা: ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হিসেবে লুই ফন গালের জায়গায় হোসে মরিনহোকে নিয়োগ দেয়া উচি‍ৎ বলে মনে করেন সাবেক ব্ল্যাকবার্ন স্ট্রাইকার বেনি ম্যাকার্থি।

ডাচ কোচ লুই ফন গালের অধীনে চলতি মৌসুমে ৩২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে ঐতিহ্যবাহী ইংলিশ ক্লাবটি।

এমতাবস্থায় হোসে মরিনহো দায়িত্ব নিলে রেড ডেভিলদের অবস্থার উন্নতি হতে পারে বলেও বিশ্বাস করেন এই সাবেক দক্ষিণ আফ্রিকান ফুটবলার।

শনিবার (১৬ এপ্রিল) গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘হোসে মরিনহোর মত কৌশলী একজন কোচ ছিলো বলেই ২০০৩-০৪ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আমরা (পোর্তো) মোনাকো’কে ৩-০ গোলে হারিয়ে শিরোপা চ্যাম্পিয়নস লিগের জিতেছিলাম। তাই আমি মনে করি ম্যানইউ’র বর্তমান ও ভবিষ্যত শিরোপা দৌঁড়ে এগিয়ে থাকতে চাইলে মরিনহোকে কোচ হিসেবে নিয়োগের ব্যাপারে নীতিগত সিদ্ধান্তে পৌঁছাবে। ’

স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর ম্যনইউ আর শিরোপার মুখ দেখেনি, যোগ করেন ম্যাকার্থি।

ম্যানইউ’র  একনিষ্ঠ ভক্ত এই সাবেক দক্ষিণ আফ্রিকান ফুটবলার এও বিশ্বাস করেন যে, রেড ডেভিলদের হারানো দিন ফিরিয়ে আনতে চাইলে এই মুহূর্তে মরিনহো ব্যতিত আর কেউই নেই।  

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘন্টা, ১৬ এপ্রিল, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।