ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বাঁচা-মরার ম্যাচে রোনালদো-বেনজেমাকে চান জিদান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
বাঁচা-মরার ম্যাচে রোনালদো-বেনজেমাকে চান জিদান ছবি: সংগৃহীত

ঢাকা: সাইড বেঞ্চে বসে দলের নিষ্প্রাণ ড্রয়ের হতাশা দেখতে হয় ক্রিস্টিয়ানো রোনালদোকে। অন্যদিকে, ফিটনেস শঙ্কা নিয়ে মাঠে নামা করিম বেনজেমা প্রথমার্ধ খেলেই শেষ! তবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিতের ম্যাচে দলের দুই সেরা তারকাকে পূর্ণ ফিটনেসে ফেরাতে সম্ভাব্য সব কিছুই করবে রিয়াল মাদ্রিদ।



আগামী ৪ মে (বুধবার) ফাইনাল নির্ধারণী বাঁচা-মরার ম্যাচে মুখোমুখি হবে রিয়াল-ম্যানসিটি। সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

ইতিহাদ স্টেডিয়ামে সেমিফাইনালের প্রথম লেগ গোলশূন্য ড্রয়ের মুখ দেখে। ঘরের মাঠে জয় নিয়ে মাঠ ছাড়তে ব্যর্থ হয় ম্যানসিটিকে। আর পুরো ম্যাচজুড়ে গোলের জন্য হাহাকার করা স্প্যানিশ জায়ান্টদের অ্যাওয়ে গোলের সুবিধাটা নেওয়া হলো না। ইনজুরির কারণে এ ম্যাচে স্কোয়াডের বাইরে ছিলেন সিআর সেভেন।

অথচ, সিটিজেনদের বিপক্ষে মাঠে নামার ‍আগে রোনালদো ও বেনজেমা দু’জনের শতভাগ ফিটনেসের ইঙ্গিত দিয়েছিলেন কোচ জিনেদিন জিদান। কিন্তু, খেলার মাঠে দেখা গেল অন্য চিত্র। রোনালদো তো ছিলেনই ‍না, তার ওপর প্রথমার্ধ শেষে বেনজেমার আর মাঠেই নামা হয়নি।

হয়তো দু’জনকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে চাননি জিদান। এ ব্যাপারে ‍তার অভিমত, ‘আমি বলেছিল ১০০% (রোনালদো ও বেনজেমার ফিটনেস) কিন্তু তখন আরেকটি ট্রেনিং সেশন বাকি ছিল। ক্রিস্টিয়ানো কিছুটা অস্বস্তি অনুভব করেছিল। আমরা ব্যাপারটি আরো খারাপ করতে চাইনি। বেনজেমার দিকটি অন্যরকম ছিল। তবে সেও ধীরে ধীরে অস্বস্তি অনুভব করে। আমরা তার ফিটনেস নিয়ে ঝুঁকি নিতে পারি না। ’

ফ্রেঞ্চ কিংবদন্তি যোগ করেন, ‘আমরা জানি, তারা দু’জন আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আশা করছি, দ্বিতীয় লেগে দু’জনই থাকবে। তাদের ফিটনেসের জন্য সর্বোচ্চ চেষ্টাই করবো। এটাই আমাদের প্ল্যান। আমি কিছুই নিশ্চিত করে বলতে পারছি না। তারা যে শতভাগ ফিট হবে তা এ মুহূর্তে বলা সম্ভব নয়। তাই আমাদের সামনের দিনগুলোতে তাকাতে হবে। ’

গত ২১ এপ্রিল ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-০ গোলে জয়ের রাতে ঊরুতে চোট পাওয়া রোনালদো রায়ো ভায়োকানোর বিপক্ষে সবশেষ লিগ ম্যাচটিতে থাকেন দলের বাইরে। এ ম্যাচেই ইনজুরিতে ভুগে প্রথমার্ধেই মাঠ ছাড়েন বেনজেমা।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।