ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

র‌্যাংকিংয়ে বাংলাদেশের এক ধাপ অবনমন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, মে ৫, ২০১৬
র‌্যাংকিংয়ে বাংলাদেশের এক ধাপ অবনমন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: মে মাসের ফিফা র‌্যাংকিংয়ে এক ধাপ পিছিয়ে ১৭৮ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। রেটিং পয়েন্টে অবশ্য কোনো পরিবর্তন নেই-৮৭।

অন্যদিকে, আর্জেন্টিনার শীর্ষস্থানটা অক্ষুন্ন রয়েছে।

এপ্রিল মাসে কোনো ‘এ’ শ্রেণির আন্তর্জাতিক ম্যাচ ছিল না। তাই র‌্যাংকিংয়েও তেমন কোনো পরিবর্তন আসেনি। শীর্ষ পঞ্চাশটি দলের অবস্থানই যে অপরিবর্তিত। শীর্ষে থাকা লিওনেল মেসির আর্জেন্টিনার রেটিং পয়েন্ট ১৫৩২। ১৩৬৪ রেটিং পয়েন্ট নিয়ে যথারীতি দ্বিতীয় স্থানে বেলজিয়াম। তিন নম্বরে থাকা চিলির সংগ্রহ ১৩৫৩।

১৬ রেটিং পয়েন্ট পিছিয়ে থেকে চিলিয়ানদের ঘাঁড়ে নিঃশ্বাস ফেলছে কলম্বিয়া। বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি আগের পঞ্চম স্থানেই। রেটিং পয়েন্ট ১৩০৯। সাতে থাকা পাঁচবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ব্রাজিলের ঠিক উপরেই অবস্থান করছে স্পেন। অাট নম্বরে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। এর পরেই রয়েছে উরুগুয়ে ও ইংল্যান্ড। এ পাঁচ দলের রেটিং পয়েন্ট যথাক্রমে ১২৭৭, ১২৬১, ১১৮৪, ১১৫৮, ১০৬৯।

অন্যান্য পরাশক্তিদের মধ্যে উল্লেখ্যযোগ্য হলো, ইতালি (১৫তম), নেদারল্যান্ডস (১৭), ২০১৬ ইউরোর আয়োজক ফ্রান্স (২১), গ্যারেথ বেলের ওয়েলস (২৪), বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেভানডফস্কির পোল্যান্ড (২৭), ২০১৮ বিশ্বকাপের স্বাগতিক দেশ রাশিয়া (২৮) ও জ্লাতান ইব্রাহিমোভিচের সুইডেনের নাম ৩৬ নম্বরে শোভা পাচ্ছে।

এদিকে, নিজেদের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ র‌্যাংকিং ছুঁয়েছে ফিলিপাইন। এক ধাপ এগিয়ে তারা ১১৫তম স্থানে উঠে এসেছে।  

আগামী ২ জুন পরবর্তী ফিফা ওয়ার্ল্ড র‌্যাংকিং প্রকাশিত হবে।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, মে ৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।