ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পেলেকে ছাড়িয়ে সেরা ব্রাজিলিয়ান আলভেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, মে ১৫, ২০১৬
পেলেকে ছাড়িয়ে সেরা ব্রাজিলিয়ান আলভেজ ছবি:সংগৃহীত

ঢাকা: কিংবদন্তি পেলেকে পেছনে ফেলে সবচেয়ে সফল ব্রাজিলিয়ান হিসেবে নিজের নাম লেখালেন দানি আলভেজ। গ্রানাডার বিপক্ষে লুইস সুয়ারেজের হ্যাটট্রিকে ৩-০ গোলে জয় পায় বার্সেলোনা।

এর ফলে লা লিগায় নিজের ষষ্ঠ শিরোপা জিতলেন আলভেজ।

অভিজ্ঞ ডিফেন্ডার আলভেজ তার ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩০টি শিরোপা জিতেছেন। আর এ জয়ের ফলে তিনবারের বিশ্বকাপ জয়ী পেলেকে পেছনে ফেলেন ৩৩ বছর বয়সী এ তারকা। পেলে এর আগে তার ক্যারিয়ারে ব্রাজিলিয়ান হিসেবে সর্বোচ্চ ২৯টি ট্রফি জিতেছিলেন।

২০০১ সালে সেলেকাও ক্লাব বাহিয়াতে ক্যারিয়ার শুরু করা আলভেজ দুই মৌসুমে তিনটি শিরোপা জিতেছিলেন। পরে স্প্যানিশ ক্লাব সেভিয়াতে জেতে পাঁচটি। ২০০৮-০৯ মৌসুমে যোগ দেন জায়ান্ট বার্সা। আর এখন পর্যন্ত সেখানে জেতেন ২২টি শিরোপা। যেখানে রয়েছে লা লিগা ও তিনটি চ্যাম্পিয়নস লিগের শিরোপা।

এদিকে আরও একটি মাইলফলক ছুঁয়েছেন আলভেজ। শনিবারের ম্যাচে তার সহায়তায় দ্বিতীয় গোলটি করেন সুয়ারেজ। যেটি আলভেজের ক্যারিয়ারে ১০০তম অ্যাসিস্ট। লা লিগায় লিওনেল মেসি ও লুইস ফিগোই অ্যাসিস্টে আলভেজের আগে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ১৫ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।