ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ম্যানইউ’র ঘরে এফএ কাপের শিরোপা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, মে ২২, ২০১৬
ম্যানইউ’র ঘরে এফএ কাপের শিরোপা ছবি:সংগৃহীত

ঢাকা: সদ্য শেষ হওয়া প্রিমিয়ার লিগে বাজে ফলাফল আসলেও অবশেষে এফএ কাপের শিরোপা ঘরে তুললো ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-১ গোলে জিতে ট্রফি উৎসব করে দলটি।

ম্যাচটি ১-১ গোলে সমতা থাকার পর হেসে লিনগার্ডের অতিরিক্ত সময়ের শটে জয় নিশ্চিত করে লুইস ফন গালের শিষ্যারা।

শনিবার রাতে বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে নামে ম্যানইউ ও ক্রিস্টাল। তবে আক্রমণ পাল্টা আক্রমণে ব্যস্ত থাকলেও ম্যাচের প্রথমার্ধ দু’দলই কোন গোলের দেখা পায়নি।

খেলার দ্বিতীয়র্ধে অবশ্য দু’দলই আক্রমণের ধার বাড়ায়। ফলে ম্যাচের ৭৮ মিনিটে ক্রিস্টাল ফুটবলার জেসন পানচেওন গোল করে দলকে এগিয়ে নেন। হারের শঙ্কা জাগে রেড ডেভিলস শিবিরে। তবে তিন মিনিট পরেই মারোনে ফেলাইনির সহায়তায় দলের সমতা আনেন হুয়ান মাতা।

ম্যাচের নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে অমিমাংসিত থাকলে রেফারি আরও অতিরিক্ত ৩০ মিনিট যোগ করেন। তবে খেলার ১০৫ মিনিটে আগেই হলুদ কার্ড দেখা ক্রিস স্মলিং দ্বিতীয়বার ফাউল করলে লাল কার্ড দেখেন। আর ১০ জনের দলে পরিণত হয় ম্যানইউ।

কিন্তু ১০ জনের দলেও দমে যায়নি ম্যানইউ। উল্টো ম্যাচের ১১০ মিনিটে লিনগার্ড দুর্দান্ত গোল করে দলের জয় নিশ্চিত করেন। ম্যাচের বাকি সময়ে আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ফন গাল শিষ্যরা। আর এ মৌসুমে অন্তত একটি শিরোপা ঘরে তোলে ওয়েন ‍রুনিরা।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, ২২ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।