ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কোপার চ্যাম্পিয়ন বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৬ ঘণ্টা, মে ২৩, ২০১৬
কোপার চ্যাম্পিয়ন বার্সেলোনা

ঢাকা: টানা দ্বিতীয়বারের মতো ঘরোয়া ‘ডাবল’ শিরোপা জেতার হাতছানি নিয়ে মাঠে নামে স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। লিওনেল মেসির দুর্দান্ত পারফর্ম এবং জরদি আলবা আর নেইমারের গোলে ২-০তে জয় নিয়ে কোপার শিরোপা নিজেদের কাছেই রেখেছে বার্সা।

অ্যাতলেতিকো মাদ্রিদের ঘরের মাঠ ভিসেন্তে দেল কালদেরনে অনুষ্ঠিত ম্যাচে একে অপরকে ছেড়ে কথা বলেনি। গত সপ্তাহে লা লিগার শিরোপা জেতা বার্সাকে নির্ধারিত সময়ে রুখে দেয় ইংলিশ জায়ান্ট লিভারপুলকে হারিয়ে হ্যাটট্রিক ইউরোপা লিগ জেতা সেভিয়া।

নির্ধারিত সময়ের প্রথমার্ধে দশ জনের দলে পরিণত হয় বার্সা। আর্জেন্টাইন তারকা হাভিয়ের মাশচেরানোকে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে হয়। ম্যাচের ৩৬ মিনিটের পর দশ জন নিয়ে খেলতে থাকে কাতালানরা।

নির্ধারিত সময়ের খেলা শেষের আগ মুহূর্তে দশজনের দলে পরিনত হয় সেভিয়াও। দলের আর্জেন্টাইন তারকা এভার বানেগা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে, দুই দলের কেউই তখনো গোলের দেখা পায়নি। ফলে, ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে।

ম্যাচের ৯৭তম মিনিটের মাথায় অবশেষে গোলের দেখা মেলে। কাতালানরা লিড নেয়। মেসির অ্যাসিস্ট থেকে গোল করে বার্সাকে এগিয়ে নেন জরদি আলবা।

খেলার অতিরিক্ত সময়ে (১২১ মিনিট) লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয় সেভিয়ার ড্যানিয়েল মার্টিনসকে। পরের মিনিটেই গোল করেন বার্সার ব্রাজিলিয়ান তারকা নেইমার। এবারো দলের গোল অ্যাসিস্ট করেন মেসি।

বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-০ গোলের ব্যবধানে জিতে বার্সা এ মৌসুমেও কোপা দেল রে’র শিরোপা ঘরে তুললো।

গত বছরের আগস্টে সেভিয়ার বিপক্ষে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর উয়েফা সুপার কাপের শিরোপা ঘরে তোলে চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়ন বার্সা। ৪-৪ এ সমতা থাকা ম্যাচটি অতিরিক্ত সময়ে নিষ্পত্তি হয়। পেদ্রো রদ্রিগেজের গোলে রোমাঞ্চকর জয় পায় কাতালানরা। এবারের লা লিগাতেও দু’দলের প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত থাকে। মৌসুমের প্রথম দেখায় সেভিয়ার মাঠে ২-১ গোলে হার মানেন মেসি-নেইমার-সুয়ারেজরা। ন্যু ক্যাম্পে ফিরতি ম্যাচটি সমান ব্যবধানে জিতে প্রতিশোধ নেয় লুইস এনরিকের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ০৪১৬ ঘণ্টা, ২৩ মে ২০১৬
এমআর/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।