ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইতালির ইউরো দলে নেই পিরলো-বালোতেল্লি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, মে ২৪, ২০১৬
ইতালির ইউরো দলে নেই পিরলো-বালোতেল্লি ছবি:সংগৃহীত

ঢাকা: আসছে ইউরো ২০১৬ আসরকে সামনে রেখে ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন ইতালির কোচ অ্যান্তোনিও কোন্তে। তবে এই দলে সুযোগ পাননি অভিজ্ঞ মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলো ও স্ট্রাইকার মারিও বালোতেল্লি।

গত সেপ্টেম্বর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন নিউইয়র্ক সিটির তারকা পিরলো। আর বাজে ফর্মের কারণে দলে নিজের অবস্থান নিশ্চিত করতে ব্যর্থ হন এসি মিলান ফরোয়ার্ড বালোতেল্লি।

কোন্তে আগামী মৌসুম থেকে ইংলিশ ক্লাব চেলসির কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে আগামী ৩১ মে ৩০ সদস্যের এই দলকে তিনি ২৩ সদস্যের মূল স্কোয়াডে নামিয়ে আনবেন।

১৯৬৮ ইউরো চ্যাম্পিয়নরা এবার গ্রুপ ‘ই’তে খেলবে। যেখানে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, সুইডেন ও রিপাবলিক অব আয়ারল্যান্ড।

ইউরোর এবারের আসরটির আয়োজনের দায়িত্ব পেয়েছে ফ্রান্স। ১০ জুন থেকে এক মাস ব্যাপি টুর্নামেন্টটি মোট ১০টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

গোলরক্ষক: জিয়ানলুইজি বুফন, ফেদেরিকো মার্চেট্টি, সালভাতোরে সিরিগু।

ডিফেন্ডার: ডেভিড আস্তুরি, আন্দ্রে ব্রাজাগলি, লিওনার্দো বনুচ্চি, জিওর্জিও চিয়েল্লিনি, অ্যাঞ্জেলো ওগবোনা, ড্যানিয়েল রুগানি।

উইঙ্গার: ফেদেরিকো বার্নাডদেশেচি অ্যান্তোনিও ক্যান্ডরিভা, মাত্তেও ডারমিনা, মাতিয়া ডি স্চিগলিও, স্টেফান এল শারাওয়ে, ডেভিডে জাপাকোস্তা।

মিডফিল্ডার: মার্কো বেনাসি, গিয়াকোমো বোনাভেচুরার, ড্যানিয়েল ডি রসি, আলেসান্দ্রো ফ্লোরেন্জি, ইমানুয়েল গিয়াচিরিনি, জর্জিনহো, রিকার্ডো মেন্টোলিভো, থিয়াগো মোত্তা, মার্কো পারোলো, স্টেফানো স্টুরারো।

ফরোয়ার্ড: এডার, সেরো ইমোবিলে, লরেঞ্জো ইনসিগনে, গ্রাজিয়ানো পেলে, সিমন জাজা।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ২৪ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।