ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ঘুরে দাঁড়ানো বেলজিয়ামের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, জুন ৬, ২০১৬
ঘুরে দাঁড়ানো বেলজিয়ামের জয়

ঢাকা: ইউরোর প্রস্তুতি ম্যাচে নরওয়ের বিপক্ষে জয় পেয়েছে এডেন হ্যাজার্ডের বেলজিয়াম। প্রীতিম্যাচে পিছিয়ে পড়েও ৩-২ গোলের দুর্দান্ত জয় তুলে নিয়েছে ডি ব্রুইন-হ্যাজার্ড-ফেল্লাইনি-লুকাকুদের নিয়ে সাজানো বেলজিয়ানরা।

 

ম্যাচের তৃতীয় মিনিটেই লিড নেয় বিশ্বের দুই নম্বর দল বেলিজিয়াম। দলের হয়ে প্রথম গোলটি করেন রোমেলু লুকাকু। ২১ মিনিটের মাথায় সমতায় ফেরে নরওয়ে। জোসুয়া কিংয়ের গোলে ম্যাচে ফেরে তারা। ৪৮ মিনিটে প্রথমবারের মতো লিড নেয় নরওয়েইনরা। জোসুয়া কিংয়ের অ্যাসিস্ট থেকে গোল করেন ভেতন বেরিশা। ফলে, ২-১ গোলের ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে।

৭০ মিনিটের মাথায় সমতায় ফেরে বেলজিয়াম। হারের শঙ্কা কাটিয়ে দলকে সমতায় ফেরাতে গোল করেন দলের সেরা অস্ত্র হ্যাজার্ড। আর তারকা এই স্ট্রাইকারকে গোল করতে সহায়তা করেন আরেক তারকা ডি ব্রুইন। তিন মিনিট পরেই দ্বিতীয়বারের মতো লিড নেয় বেলিজিয়াম। ৭৩ মিনিটের মাথায় দলের তৃতীয় গোলটি করেন বদলি হিসেবে খেলতে নামা লরেন্ট সিম্যান (৩-২)।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে এই স্কোরেই মাঠ ছাড়ে বেলজিয়াম। ফ্রান্সের মাটিতে বসতে যাওয়া ইউরোতে মাঠে নামার আগে জয়ের আত্মবিশ্বাস নিয়েই মিশন শুরু করবে হ্যাজার্ড-ব্রুইনরা। অপরদিকে, বিশ্বকাপ বাছাইয়ে লড়তে থাকা নরওয়ে নিজেদের শেষ তিন ম্যাচের দুটিতেই হারলো।

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, ০৬ জুন ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।