ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কোপার গ্রুপ পর্ব থেকেই বাদ সুয়ারেজের উরুগুয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, জুন ১০, ২০১৬
কোপার গ্রুপ পর্ব থেকেই বাদ সুয়ারেজের উরুগুয়ে ছবি: সংগৃহীত

ঢাকা: শতবর্ষী কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকেই ‍বিদায় নিল রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। মেক্সিকো হারলেই কেবল শেষ আশাটুকু টিকে থাকত! ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ হেরে আগেই যে খাদের কিনারায় চলে গিয়েছিল উরুগুইয়ানরা।

কিন্তু জ্যামাইকাকে ২-০ ব্যবধানে হারিয়ে ভেনেজুয়েলার পর ‘সি’ গ্রুপ থেকে শেষ আট নিশ্চিত করেছে মেক্সিকানরা।

এক ম্যাচ বাকি থাকতেই উরুগুয়ের কোপা শেষ। ভাবা যায়! ইনজুরি আক্রান্ত লুইস সুয়ারেজের অভাবটা হাঁড়ে হাঁড়েই টের পেয়েছেন কোচ অস্কার তাবারেজ। মেক্সিকোর বিপক্ষে ৩-১ গোলের লজ্জাজনক হার দিয়ে শুরু। ভেনেজুয়েলার বিপক্ষেও ঘুরে দাঁড়াতে পারলেন না এডিনসন কাভানিরা। দুই ম্যাচেই সাইড বেঞ্চে বসে দলের এমন করুণ পরিণতির সাক্ষী হলেন বার্সেলোনা তারকা।

কোয়ার্টারের দৌড়ে টিকে থাকতে এ ম্যাচে উরুগুয়ের জয়ের বিকল্প ছিল না। কিন্তু পেনসিলভানিয়ার লিনকন ফিন্যান্সিয়াল স্টেডিয়ামে ৩৬ মিনিটে করা ভেনেজুয়েলা ফরোয়ার্ড সালোমন রন্দনেরে একমাত্র গোলটিই ম্যাচের ফলাফল নির্ধারণ করে দেয়।

পুরো ম্যাচ জুড়ে গোলের জন্য হাহাকার করা কাভানি-সানচেজ-গঞ্জালেজরা একবারও প্রতিপক্ষের জালে বল পাঠাতে পারেননি। রেফারি শেষ বাঁশি বাজাতেই লজ্জা আর হতাশায় নিমজ্জিত হয় সুয়ারেজবিহীন উরুগুয়ে।

নিয়ম রক্ষার ম্যাচে আগামী মঙ্গলবার (১৪ জুন) জ্যামাইকার বিপক্ষে মাঠে নামবে উরুগুয়ে। বাংলাদেশ সময় সকাল ৮টায় ম্যাচটি শুরু হবে। একই দিন সকাল ৬টায় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মেক্সিকোর মুখোমুখি হবে ভেনেজুয়েলা।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, জুন ১০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।