ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জুভেন্টাস নয়, বার্সাতেই থাকছেন মাশ্চেরানো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
জুভেন্টাস নয়, বার্সাতেই থাকছেন মাশ্চেরানো ছবি: সংগৃহীত

ঢাকা: দানি আলভেজের সঙ্গে হাভিয়ের মাশ্চেরানোর জুভেন্টাসে পাড়ি জমানোর একটা গুঞ্জন উঠেছিল। ব্রাজিলিয়ান রাইট ব্যাক ইতোমধ্যেই বার্সেলোনা অধ্যায়ের ইতি টেনেছেন।

তবে মাশ্চেরানোর ইতালিতে উড়াল দেওয়ার সম্ভাবনা নাকচই করে দিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

বর্তমান চুক্তি অনুযায়ী, বার্সার জার্সি গায়ে আরো দুই মৌসুম খেলতে পারবেন ৩২ বছর বয়সী মাশ্চেরানো। ২০১০ সালে তিনি লিভারপুল ছেড়ে ন্যু ক্যাম্পে পাড়ি জমান।

গত মৌসুম শেষেই মাশ্চেরানোর ক্লাব ছাড়ার গুজব ছড়ায়। তবে সব সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বার্সার আন্তর্জাতিক ক্রীড়া পরিচালক আরিয়েদো ব্রাইদা, ‘এটা নিশ্চিত যে, পরবর্তী মৌসুমে জুভেন্টাসের হয়ে খেলবে না মাশ্চেরানো। সে আমাদের সঙ্গেই থাকবে। ’

তার মানে দাঁড়ায়, কাতালানদের হয়ে সপ্তম মৌসুমে মাঠে নামতে যাচ্ছেন মাশ্চেরানো। এখন পর্যন্ত তিনি চারটি লা লিগার পাশাপাশি দু’টি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন।

কিন্তু সব ছাপিয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৮২ ম্যাচ শেষে এখনো গোলের দেখাই পাননি আর্জেন্টাইন তারকা। জাতীয় দলে মিডফিল্ডার আর ক্লাবের হয়ে বেশিরভাগ ম্যাচেই সেন্ট্রাল ডিফেন্ডার ভূমিকায় থাকাটাই হয়তো এর কারণ!

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।