ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ক্যাম্প ন্যু’র নতুন ছবি উন্মোচন করলো বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
ক্যাম্প ন্যু’র নতুন ছবি উন্মোচন করলো বার্সা ছবি: সংগৃহীত

ঢাকা: নতুনভাবে নিজেদের স্টেডিয়াম ক্যাম্প ন্যু তৈরি করতে যাচ্ছে বার্সেলোনা। এতে বর্তমান দর্শক ধারণ ক্ষমতা ৯০ হাজার থাকলেও পরবর্তীতে ১ লক্ষ ৫ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা উপভোগ করতে পারবেন।

নতুন স্টেডিয়াম কেমন হবে তার কয়েকটি ছবি প্রকাশ করেছে বার্সা।

ক্যাম্প ন্যু’র নুতন ছবিটি প্রকাশ করেছে বার্সার জুরি বোর্ড। যারা জাপানিজ আর্কিটেকচার ফার্ম নিকেন সেনেইর ছবি পছন্দ করেছে।

ধারণা করা হচ্ছে এই প্রকল্পে মোট খরচ হবে ৬০০ মিলিয়ন ইউরো। আর এর সময়কাল থাকবে ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত। কাজগুলো মূলত বার্সার অফ সিজনে করা হবে। যাতে করে কাতালানদের হোম ম্যাচে কোনো প্রভাব না পড়ে।

নতুন মাঠের উপরটি থাকবে খোলা। আর এ চারপাশ থাকবে সবুজে ঘেরা, পানি, সূর্য থেকে এনার্জি পাওয়ার এর ব্যবস্থা।

ক্যাম্প ন্যু ১৯৫৭ সালে সর্বপ্রথম উন্মোচন করা হয়। পরবর্তীতে ১৯৯৫ ও ২০০৮ সালে এর উন্নয়নের কাজ করা হয়।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, ৩০ জুন, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।