ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ভুটানের বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
ভুটানের বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক দল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের (প্লে-অফ ২) জন্য ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে এসেছেন তিন নতুন মুখ।

 

এরা হলেন, ব্রাদার্স ইউনিয়নের ফরোয়ার্ড কাওসার আলি রাব্বি ও অরামবাগ ক্রীড়া সংঘের আক্রমণভাগের দুই খেলোয়াড় জাফর ইকবাল ও মোঃ আবদুল্লাহ। প্রাথমিক স্কোয়াডে থাকা ফুটবলারদের আগামী ১২ জুলাই দুপুর ১২টায় বাফুফে ভবনে নতুন কোচ টম সেইন্টফিতের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।

বাছাইপর্বে ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ ভিত্তিতে নেপাল জাতীয় ফুটবল দলের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ হোম ম্যাচ খেলবে আগামী ৬ সেপ্টেম্বর। অ্যাওয়ে ম্যাচ ১১ অক্টোবর।

১২ জুলাই থেকে পাঁচদিন ক্যাম্প করাবেন নতুন কোচ। এরপর খেলোয়াড়রা চলে যাবেন নিজ নিজ ক্লাবে। ২৪ জুলাই চট্টগ্রামে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রস্তুতিতে অংশ নেবেন তারা।

এর আগে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে প্লে-অফের প্রথম ধাপে তাজিকিস্তানের কাছে হোম অ্যান্ড অ্যাওয়ে দুটিতেই হার মানে মামনুলবাহিনী।

বাংলাদেশের প্রাথমিক দল: মোঃ রাসেল মাহমুদ লিটন, মোঃ শহিদুল আলম সোহেল, আশরাফুল ইসলাম রানা, মোহাম্মদ মাজহারুল ইসলাম, মো: রায়হান হাসান, নাসিরউদ্দিন চৌধুরী, তপু বর্মন, ইয়ামিন আহমেদ চৌধুরী, মোঃ মামুন মিয়া, মোঃ শাকিল আহমেদ, মোঃ ‍আরিফুল ইসলাম, মোঃ রাজাউল করিম, প্রানতোষ কুমার দাস, জাফর ইকবাল, মোঃ ওয়ালী ফয়সাল, জামাল ভূঁইয়া, মোঃ মামুনুল ইসলাম, সোহেল রানা, মোঃ মোনায়েম খান, শহিদুল আলম শহিদ, মাশুক মিয়া জনি, মোঃ ইমন আহমেদ, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, কাওসার আলি রাব্বি, তৌহিদুল আলম, মোঃ আবদুল্লাহ, মোঃ জুয়েল রানা, রুবেল মিয়া, মোঃ জাহিদ হোসেন, মোহাম্মদ নাবিব নেওয়াজ, সৈয়দ রাশেদ তুর্য।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।