ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

প্যারিসে ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই চলছে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
প্যারিসে ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই চলছে

ঢাকা: ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বে লড়াইয়ে মুখোমুখি হয়েছে স্বাগতিক ফ্রান্স ও পর্তুগাল। প্যারিসের সেন্ট ডেনিস স্টেডিয়ামে ছন্দময় ফরাসিদের মোকাবেলায় মাঠে নেমেছে ক্রিস্টিয়ানো রোনালদোর সর্তীর্থরা।

রোববার (১০ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ম্যাচটি মাঠে গড়ায়।

প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলতে পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দল সাজিয়েছেন। অন্যদিকে ফ্রান্সকে তৃতীয়বারের মতো ইউরোপ সেরার মুকুট পরাতে একঝাঁক তারকাপূর্ণ দল নামান দিদিয়ের দেশম।

খেলার চতুর্থ মিনিটে ক্ষুরধার এক আক্রমণে যায় পর্তুগিজরা। সেদরিক সোয়ারেসের লম্বা পাস বুক দিয়ে দারুণভাবে রিসিভ করেও লক্ষ্যভ্রষ্ট শটে সুযোগ হাতছাড়া করেন পর্তুগিজ উইঙ্গার নানি।

এরপর সপ্তম মিনিটে ব্লেইস মাতুইদির পাস থেকে বল পান টুর্নামেন্টের সেরা খেলোয়াড় অ্যান্তনি গ্রিজম্যান। তার বাঁপায়ের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের দশ মিনিটে পর্তুগিজ গোলরক্ষক রুই প্যাট্রিসিও ফরাসিদের গোলবঞ্চিত করেন। পায়েটের ক্রস থেকে উড়ে আস‍া বলে জোরালো হেড করেন ফরাসি স্ট্রাইকার অলিভার জিরুড। ঝাঁপিয়ে পড়ে তার শট রুখে দেন পর্তুগিজ গোলরক্ষক।

পর্তুগালের একাদশ: রুই প্যাট্রিসিও (গোলরক্ষক), সোয়ারেস, পেপে, হোসে ফন্তে, গুয়েরেইরো, মারিও, কারভালহো, সিলভা, সানচেজ, নানি এবং ক্রিস্টিয়ানো রোনালদো।

ফ্রান্স একাদশ: লোরিস (গোলরক্ষক), সানিয়া, কোশিয়েনলি, উমতিতি, এভরা, পগবা, মাতুইদি, সিসোকো, গ্রিজম্যান, পায়েট ও জিরুড।

** প্যারিসে ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই শুরু
**ইউরোর ফাইনালে ফ্রান্স-পর্তুগাল একাদশ

বাংলাদেশ সময়: ০১১৮ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
‌আইএ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।