ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

না থেকেও ছিলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
না থেকেও ছিলেন রোনালদো ছবি: সংগৃহীত

ঢাকা: ‘ফাইনালের ২৫ মিনিটেই হাঁটুতে আঘাত পেয়ে ক্রিস্টিয়ানো রোনালদো মাঠ ছেড়েছিলেন। তবে মাঠে না থাকলেও ডাগ আউটে বসে সে আমাদের মাঝে উতসাৎ ও প্রেরণা জুগিয়েছেন।

বিশেষ করে প্রথমার্ধ শেষে তার দলের উদ্দেশ্যে দেয়া বক্তৃতাই আমাদের শিরোপা জয়ের মূল জ্বালানি হিসেবে কাজ করেছে। ’ কথাগুলো পর্তুগালের ফুল ব্যাক সেডরিক সোয়ার্সের।

সেডরিকের ভাষায়, ‘প্রথমার্ধের বর্ক্তৃতায় রোনালদো বলেছিলেন তোমাদের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। আমি বিশ্বাস করি যে তোমরা আমাকে ছাড়াই শিরোপা জিততে পারবে। মাঠে সবাই এক সাথে থাক, শিরোপার জন্য লড়াই কর। দেখবে ম্যাচ শেষে আমরাই শিরোপা জয়ের আনন্দে ভাসবো। ’

‘অদ্ভুত লাগছিলো যখন রোনালদো মাঠে না থেকেও তার কথা দিয়ে আমাদের এভাবে জাগিয়ে তুলছিলেন। ’ যোগ করেন সেডরিক।

শুধু তাই নয়, মাঠের বাইরে থেকে রোনালদোর দেয়া পরামর্শগুলো তাকে অভিভূত করেছে, ‘ম্যাচের প্রতিটি মুহূর্তে দলের প্রতিটি খেলোয়াড়কে রোনালদো অবিরত পরামর্শ দিয়ে যাচ্ছিলেন। আমার কাছে মনে হচ্ছিল সতীর্থ নয় বরং তিনি আমাদের সহকারী কোচের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এবং আমরা সবাই চেষ্টা করেছি তার দিক নির্দেশনা অনুযায়ী খেলতে। সত্যিই এমন একজন অধিনায়কের দলের সদস্য হতে পেরে আমি গর্বিত। ’

তবে রোনালদোকে হারানোর পর পুরো পর্তুগিজ যে ভীষণ চাপে ছিল সেই বিষয়টি উল্লেখ করেন সেডরিক, ‘আমি কিছুতেই ভাবতে পারছিলাম না যে রোনালদোকে ছাড়া আমরা কীভাবে পুরো ম্যাচ খেলবো আর কীভাবেই বা জিতবো। তাকে হারানোর পর পুরো দলই কঠিন একটি সময় পার করেছি। ’

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ১১ জুলাই ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।