ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সুবিধাবঞ্চিত শিশুদের ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
সুবিধাবঞ্চিত শিশুদের ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত

ঢাকা: শেষ হলো সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের ফুটবল ঈদ আনন্দ উৎসব। স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের সহায়তায় আয়োজিত এই টুর্নামেন্ট মঙ্গলবার (১২ জুলাই) ফাইনাল ও পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে শেষ হয়েছে।

সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের ফুটবল ঈদ আনন্দ উৎসবে চ্যাম্পিয়ন হয় আরামবাগ ফুটবল একাডেমি আর রানারআপ হয়েছে বাংলাদেশ ফুটবল সাপোটার্স ফোরাম। ফাইনালে ফুটবল সাপোটার্স ফোরামকে ২-০ গোলে হারায় আরামবাগ। জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন আরামবগের মো: সাব্বির।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ফুটবল সাপোটার্স ফোরামের সালমান। আর সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আরামবাগ ফুটবল একাডেমির হৃদয় (৯ গোল)।

ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক হেলেনা জাহাঙ্গীর। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের ফুটবল টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী মো. ইয়াহিয়া।

অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান ড. শ্রী বিরেন শিকদার এমপি এমন ব্যতিক্রমধর্মী আয়োজনকে স্বাগত জানান। তিনি বলেন, ‘সুবিধাবঞ্চিত পথ শিশুদের জন্য কি করা যায় ক্রীড়া মন্ত্রণালয় থেকে অচিরেই কর্মপন্থা খুঁজে দেখা হবে। কারণ গরীব-ধনী বলে কথা নেই। সবাইকে নিয়েই আমাদের বাংলাদেশ। আর বাংলাদেশ ক্রীড়াক্ষেত্রে পৃথিবীর মধ্যে অনেক পরিচিত একটি নাম। ক্রীড়াবিদরা আমাদের দেশের জন্য সম্মান বয়ে আনছে। তাই আমরা আমাদের ক্রীড়াঙ্গনকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। সরব-সচল রাখতে চাই সকল পর্যায়েই। ’

এবারের এই টুর্নামেন্টে ১২টি দল অংশ নেয়। প্রতিটি দলে ৬ জন করে খেলোয়াড় খেলার সুযোগ পায়। গোলরক্ষক বাদে দু’জন খেলোয়াড় পরিবর্তন করার সুযোগ ছিল। খেলা হয় মোট ৫০ মিনিটের (২০মি. + ১০ মি. + ২০ মি.)।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ১২ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।