ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগকে সামনে রেখে অনুষ্ঠিত হলো ক্লাব পরিচিতি অনুষ্ঠান। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মেলন কক্ষে এই পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, প্রিমিয়ার লিগের স্বত্বাধিকারী সাইফ গ্লোবাল স্পোর্টসের চেয়ারম্যান তরফদার মোহাম্মদ রুহুল আমিন। প্রথমে দিনের পরিচিতি অনুষ্ঠানে চার ক্লাব আরামবাগ ক্রীড়া সংঘ, মুক্তিযোদ্ধা সংসদ, ব্রাদার্স ইউনিয়ন ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যানেজার, কোচ ও অধিনায়ক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সালাম মুর্শেদী বলেন, ‘এবারের প্রিমিয়ার লিগ হবে দারুণ প্রতদ্বন্দ্বিতাপূর্ণ। মাঠে দর্শক ফেরাতে এবং দেশে নতুন নতুন প্লেয়ার তৈরীর লক্ষ্যে আমরা এবারের প্রিমিয়ার লিগটি ভিন্ন আঙ্গিকে আয়োজন করছি। দেশের সাতটি ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে ঘরোয়া ফুটবলের সব চাইতে মর্যাদার এই আসর। এতে করে একটি বিষয় পরিষ্কার যে দল শক্তিশালী হলেই হবে না চ্যাম্পিয়ন হতে হলে খেলতে হবে সেরা খেলাটি। কেননা সাতটি মাঠের ভিন্ন ভিন্ন কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে তুলে নিতে হবে জয়। অতএব চ্যাম্পিয়ন হতে হলে বেশ কাঠ খড়ি পোড়াতে হবে। ’

এদিকে, এবারের প্রিমিয়ার লিগের ১৩২ টি ম্যাচই সরাসরি সম্প্রচারের জন্য বিটিভি ও বাংলাদেশ বেতারসহ দেশের বেসরকারী অন্যান্য টিভি চ্যানেল ও বেতারের সঙ্গে বাফুফের আলোচনা চলছে বলে জানান তরফদার মোহাম্মদ রুহুল আমিন।

বৃহস্পতিবার ছিল ১২ দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ক্লাব পরিচিতি পর্বের প্রথম দিন। বাকি ৮ দলের পরিচিতি অনুষ্ঠিত হবে শনিবার ও রোববার।

উল্লেখ্য, ২৪ জুলাই বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলকে সামনে রেখে ১৮ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে বিপিএলের লোগো ও ট্রফি উন্মোচন। এরপর ২০ জুলাই জমকালো আয়োজনে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ১৪ জুলাই ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।