ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

হিগুয়েইনের নতুন ঠিকানা জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
হিগুয়েইনের নতুন ঠিকানা জুভেন্টাস ছবি: সংগৃহীত

ঢাকা: আবারো গঞ্জালো হিগুয়েইনকে হারাচ্ছে আর্সেনাল। আর্জেন্টাইন স্ট্রাইকারকে দলে ভেড়াতে ব্যর্থ গানাররা।

নাপোলি ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমাচ্ছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। ইতালিয়ান সংবাদমাধ্যমের বরাত দিয়ে ইএসপিএন এমন খবরই প্রকাশ করেছে।

 

জানা যায়, বছরের ৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে হিগুয়েইনের সঙ্গে চুক্তি করতে রাজি জুভেন্টাস। তবে ৯৪ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ দিতে অনিচ্ছুক ইতালিয়ান চ্যাম্পিয়নরা। খেলোয়াড় অদলবদলের মাধ্যমে তা কমিয়ে আনার প্রস্তাব দিতে প্রস্তুত জুভিরা।

 

এক্ষেত্রে হিগুয়েইনকে পাওয়ার বিনিময়ে তার স্বদেশী মিডফিল্ডার রবার্তো পেরেইরাকে ছেড়ে দিতে পারে জুভেন্টাস। উদীয়মান সেন্টার ব্যাক ড্যানিয়েল রুগানিও বিবেচনায় আছেন।

কয়েকদিনের মধ্যে অফিসিয়ালি হিগুয়েইনের চুক্তি সম্পন্ন হতে পারে। এ লক্ষ্যে নাপোলির ক্লাব কর্মকর্তাদের সঙ্গে আলোচনার টেবিলে বসবেন জুভেন্টাসের জেনারেল ডিরেক্টর গিসেপ্পে ম্যারোত্তা। দুর্দান্ত ফর্মে থাকা হিগুয়েইন সবশেষ মৌসুমে ৪২ ম্যাচে ৩৮ বার প্রতিপক্ষের জালে বল জড়ান।

২০১৩ সালে রিয়াল অধ্যায়ের (২০০৭-১৩) ইতি টেনে নাপোলিতে পাড়ি জমান হিগুয়েইন। সে সময় তার আর্সেনালে পাড়ি জমানোর জোরালো সম্ভাবনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত ইতালিতেই থিতু হন ২৮ বছর বয়সী এ ফরোয়ার্ড। তিন বছরের মাথায় তাকে দলে ভেড়ানোর দৌড়ে আবারো ব্যর্থ হচ্ছে ইংলিশ জায়ান্টরা।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।