ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ভাগ্য সহায় ছিল না মেসির: ক্রেসপো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
ভাগ্য সহায় ছিল না মেসির: ক্রেসপো লিওনেল মেসি-ছবি:সংগৃহীত

ঢাকা: লিওনেল মেসির পাশে বরাবরের মতোই দাঁড়ালেন আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার হার্নান ক্রেসপো। বর্তমানে ভারতের প্রিমিয়ার ফুটসালে কলকাতার হয়ে খেলা এ কিংবদন্তি অবশ্য মেসিকে দুর্ভাগাই বললেন।

তবে আন্তর্জাতিক অঙ্গনে আর্জেন্টিনা সবসময়ই প্রতিযোগিতামূলক দল বলে জানান তিনি।

চেন্নাইয়ে এক সংবাদ সম্মেলনে ক্রেসপো বলেন, ‘আর্জেন্টাইনরা খুবই প্রতিযোগিতামূলক। গত তিনটি টুর্নামেন্টের দিকে তাকালে দেখা যায় আর্জেন্টিনা সবক’টিতেই ফাইনাল খেলেছে (বিশ্বকাপ ২০১৪, কোপা আমেরিকা ২০১৫, ২০১৬)। ফাইনালে একটি দল হারে অথবা জেতে। কিন্তু আর্জেন্টাইনরা প্রতিযোগিতামূলক পারফর্ম করেছে। আমি আশা করি এই দলটির জয় আসবেই। ’

যুক্তরাষ্ট্রে আয়োজিত কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে টাইব্রেকারে হেরে যায় আর্জেন্টিনা। আর পেনাল্টি মিস করা মেসি ম্যাচের পর অবসরের ঘোষণা দেন। পরে মেসি সম্পর্কে জানতে চাইলে ক্রেসপো জানান, ‘আমি বলতে চাই মেসি পুরো আসরে দুর্দান্ত খেলেছে। সে বিশ্বের সেরা ফুটবলার। তবে ভাগ্য তার সহায় ছিল না। এটা আসলে মেসির একক বিষয় না। আমরা গত ২৩ বছর ধরে কোনো শিরোপা জিততে পারিনি। হ্যা‍ঁ আমরা অলিম্পিক জিতেছিলাম। তবে অনেক ফাইনাল হেরেছি। আশা করি পরেরবার জয় আসবেই। ’

এদিকে দক্ষিণ আমেরিকার তরুণরা তাদের ভবিষ্যত গড়তে ইউরোপে পাড়ি দিচ্ছে। ফলে ঘরের মাটিতে খেলা হচ্ছে না তাদের। এই প্রসঙ্গে ক্রেসপো বলেন, ‘বিশ্ব এখন বদলেছে। আমি ইউরোপে খেললেও আর্জেন্টিনায় আমার মূল্যায়ন কমেনি। আমি ২১ বছর বয়সে ইউরোপে পাড়ি দিয়েছিলাম। তবে দেশে ফিরে আমি প্রচুর শিরোপা জিতেছি। ’

ক্রেসপো ১৯৯৫ থেকে ২০০৭ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৬৪টি ম্যাচ খেলেছিলেন। যেখানে ৩৫টি গোলও করেন তিনি। এছাড়া তারকা এ ফুটবলার ইউরোপের নামকরা বেশ কয়েকটি ক্লাবের হয়েও মাঠ মাতিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, ১৭ জুলাই, ২০১৬
এমএমএস

** দোষী প্রমাণিত হলেও মেসি অপরাধী নন
** মেনোত্তিও বলছেন মেসি ফিরবেন
** নিলামে উঠছে মেসির পেনাল্টি মিসের ‘অভিশপ্ত’ বল
** মেসির সঙ্গে আর্জেন্টাইন প্রেসিডেন্টের আলাপ
** মেসির চোখের জলে ব্যথিত রোনালদো
** ব্রাজিলের বিপক্ষে ফিরছেন মেসি
** ‘মেসি আর্জেন্টিনার জন্য ঈশ্বরের দান’
** মেসিকে ফেরাতে বুয়েন্স এইরেসে মানুষের ঢল

** মেসির বিদায়ে চটেছেন তেভেজ
** মেসির জন্য রোনালদোর আকুতি
** মেসিকে একা থাকতে দাও: ম্যারাডোনা
** মেসির সম্মানে বুয়েন্স আইরেসে মূর্তি উন্মোচন
** সিদ্ধান্ত বদলাবেন মেসি, বললেন সুয়ারেজ
** মেসিকে ফেরাতে রাস্তায় নামছে লাখো সমর্থক
** পেনাল্টি ‘নির্দয়’, মেসির প্রতি ব্রাজিল কোচের সমবেদনা
** মেসিকে ফেরাতে ম্যারাডোনা ও আর্জেন্টাইন প্রেসিডেন্ট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।