ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আর্সেনালের কোচ হওয়ার স্বপ্ন দেখছেন অঁরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
আর্সেনালের কোচ হওয়ার স্বপ্ন দেখছেন অঁরি ছবি: সংগৃহীত

ঢাকা: স্কাই স্পোর্টস এর সঙ্গে চুক্তির কারণে আর্সেনালের অনূর্ধ্ব-১৮ দলের কোচ পদ থেকে সরে যেতে বাধ্য হয়েছেন থিয়েরি অঁরি। তবে গানারদের মূল দলের কোচ হওয়ার স্বপ্ন দেখছেন ৩৮ বছর বয়সী এ ফ্রেঞ্চ আইকন।

বয়সভিত্তিক দলকে কোচিং করাতে হলে মিডিয়া চুক্তি বাতিল করতে হবে আর্সেন ওয়েঙ্গারের এমন শর্তের মুখেই দায়িত্ব ছেড়ে দেন আর্সেনালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। সে যাই হোক, ওয়েঙ্গারের উত্তরসূরি হওয়ার ইচ্ছাই ব্যক্ত করেছেন সাবেক বার্সেলোনা তারকা।

এ বছরের শুরুতে উয়েফার ‘এ’ শ্রেণির কোচিং লাইসেন্স পান অঁরি। কিন্তু ক্লাবের মূল দলের দায়িত্ব নেওয়ার পথে এখনো অনেক দূরে আছেন বলেই জানান তিনি।

ইংলিশ দৈনিক ‘দ্য সান’কে দেওয়া সাক্ষাৎকারে অঁরি বলেন, ‘কোচ হওয়ার ইচ্ছা নেই এ কথা বলাটা মিথ্যা হবে কারণ আমি আর্সেনালকে ভালোবাসি। খেলাটি আমার আবেগ এবং এটা সবসময়ই থাকবে। আমি তা পরিচালনা করতে চাই, কিন্তু এখনো অনেক দূরে আছি। ’

‘যদিও আমি এখন যেকোনো টিমকে কোচিং করাতে পারি। উয়েফা প্রো লাইসেন্স (কোচিংয়ের চূড়ান্ত যোগ্যতা) অর্জন করতে চাই। সেটি নিয়েই কাজ করছি, যা আমাকে আরো দক্ষ করে তুলবে। প্রথম শ্রেণির দলের কোচ হতে হলে অবশ্যই অভিজ্ঞতা দরকার। এটাই অর্জনের চেষ্টা করছি এবং কোচিংয়ের প্রয়োজনীয় সবকিছু সম্পন্ন করতে চাই। চাওয়া আর তা করে দেখানোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমার অনুভূতি, তরুণদের সঙ্গে কাজ করার মধ্যদিয়ে মূল্যবান অভিজ্ঞতা লাভ করতে পারবো। ’ -যোগ করেন অঁরি।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।