ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসি নন, নেইমারের চোখে রোনালদোই এগিয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
মেসি নন, নেইমারের চোখে রোনালদোই এগিয়ে ছবি: সংগৃহীত

ঢাকা: বরাবরই লিওনেল মেসির ভূয়সী প্রশংসায় মাতেন নেইমার। তবে এবারের চিত্রটি ভিন্ন! ব্রাজিলিয়ান সেনসেশনের চোখে, এই বছরটা মেসির নয়।

আরো পরিষ্কার করে বললে, ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব ব্যালন ডি’অর জেতার দৌড়ে ক্লাব সতীর্থের চেয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকেই এগিয়ে রাখছেন নেইমার।

২০১৫ ব্যালন ডি’অরের মেসি ও রোনালদোর সঙ্গে প্রথমবারের মতো সেরা তিনে জায়গা করে নেন নেইমার। পরেরবার কার হাতে উঠবে বিশ্বসেরার ট্রফি তা জানতে আরো ছয় মাস অপেক্ষায় থাকতে হবে। কিন্তু নেইমার অনেকটা নিশ্চিতই।

মেসিকে ছাপিয়ে রোনালদোকেই ফেভারিট ভাবছেন বার্সেলোনা তারকা, ‘শিরোপা জয় ব্যালন ডি’অর জেতার জন্য বড় ভূমিকা রাখে। রোনালদো চ্যাম্পিয়নস লিগ জিতেছে এবং এখন ২০১৬ ইউরোও তার হাতে। তাই আমার বিশ্বাস, সে এখন ভালো পজিশনে। কোনো সংশয় ছাড়াই বলছি, রোনালদো একজন গ্রেট প্লেয়ার। ’

ক্লাব ফুটবল ও জাতীয় দলের হয়ে সাফল্যে মোড়ানো একটি বছরই পার করছেন রোনালদো। রিয়াল মাদ্রিদের হয়ে ৪৮ ম্যাচে ৫১ বার প্রতিপক্ষের জালে বড় জড়ান পর্তুগিজ আইকন। অন্যদিকে, বার্সার জার্সি গায়ে ৪১টি গোল (৪৯ ম্যাচে) গোল করেছেন মেসি। কিন্তু আর্জেন্টিনাকে শতবর্ষী কোপা আমেরিকার ফাইনালে তুলেও আবারো স্বপ্নভঙ্গের হতাশায় ডোবেন পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী।

প্রসঙ্গত, ব্যালন ডি’অর অনেকটা নিজেদের সম্পত্তিই বানিয়ে ফেলেছেন মেসি-রোনালদো! গত আট বছর ধরেই মর্যাদাপূর্ণ ব্যক্তিগত অ্যাওয়ার্ডটি দু’জনের দখলে। ২০০৮, ২০১৩ ও ২০১৪ সালের পর চতুর্থবারের মতো সেরার আসনে বসতে যাচ্ছেন সিআর সেভেন।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।