ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সব চাইতে বড় আয়োজন দেখবে ফুটবল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
সব চাইতে বড় আয়োজন দেখবে ফুটবল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম থেকে: আর মাত্র ঘন্টা দুয়েক বাকি। এর পরেই বর্ণাঢ্য আয়োজনে পর্দা উঠবে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের (বিপিএল)।

আর সেই আয়োজনকে সামনে রেখে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে চলছে শেষ সময়ের প্রস্তুতি।
 
বুধবার (২০ জুলাই) সকালে এমএ আজিজ স্টেডিয়ামে প্রবেশ করতেই চোখে পড়লো আয়োজক কর্মীদের ব্যস্ততা। কেউ অনুষ্ঠানের ব্যানার লাগাচ্ছেন, কেউ ব্যস্ত আছেন পোষ্টারিংয়ে আবার কেউবা দিচ্ছেন নির্দেশনা।
  
এভাবে দেখতে দেখতে প্রবেশ করা হলো স্টেডিয়ামে। সেখানে চলছে কনসার্টের মঞ্চের প্রস্তুতি।
 
বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ কনসার্টের জন্য মাঠের ঠিক মাঝখানেই তৈরী করা হয়েছে বিশাল এক মঞ্চ। সেই মঞ্চের প্রস্তুতিতে দেখা গেল একদল কর্মী বেশ মনোযোগ সহকারে করছেন ইন্সট্রুমেন্টের কাজ। আরেক দল কর্মীদের দেখা গেল তারা ব্যস্ত মঞ্চের লাইটিংয়ে।
 
কেননা, এখানেই সন্ধ্যায় সুরের মূর্ছনা তুলবেন বিপিএলে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও দেশ বরেণ্য শিল্পি মমতাজ ও দেশের প্রখ্যাত ব্যান্ড এলআরবি সহ আরও কয়েকটি ব্যান্ড দল।
শুধু তাই নয়, ভিন্ন আঙ্গিকের এই বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনের দিনে মঞ্চে অনুষ্ঠিত হবে লেজারসহ ড্যান্স পারফরমেন্স ও ফায়ারওয়ার্কস।

কতটা আকর্ষণীয় হবে বিপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান? এমন প্রশ্নের জবাবে উদ্বোধনী অনুষ্ঠানের সাংষ্কৃতিক ইভেন্টের দায়িত্বে থাকা মুকিমস ক্রিয়েশনের সিইও মুকিমুল আনোয়ারের ভাষ্য, ‘ফুটবলে আসলে একরকম কিছু এর আগে হয়নি। এটা একটু ভিন্ন ও বড়। অনুষ্ঠানে উচ্চ প্রযুক্তির জিনিসপত্র ব্যবহার করা হয়েছে। প্রচুর লাইট থাকছে। সাউন্ডেরও নতুন করে ডিজাইন করা হয়েছে। মাঠের চারপাশ থেকে যেন দর্শকেরা দেখতে পারেন সে ব্যবস্থাও থাকছে। ২০১১ আইসিসি ওয়ার্ল্ডকাপে যে মানের স্টেজ শো ছিল এটাও সেই মানেরই। তবে এটার জন্য আমরা সময় বেশি পেয়েছি। ’

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বুধবার বিকেল ৪টায় খুলে দেয়া হবে স্টেডিয়ামের ফটক। আর অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টা থেকে। চলবে রাত ৮টা পর্যন্ত। তবে সার্বিক অবস্থা নির্ভর করছে আবহাওয়ার ওপর।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ২০ জুলাই ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।