ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ম্যানইউর সুদিন ফেরাবেন মরিনহো: বেকহাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
ম্যানইউর সুদিন ফেরাবেন মরিনহো: বেকহাম ছবি: সংগৃহীত

ঢাকা: হোসে মরিনহোর অধীনে হারানো অবস্থান ফিরে পাবে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলসদের সাবেক তারকা ডেভিড বেকহামের বিশ্বাসটা এমনই।

‘স্বঘোষিত স্পেশাল ওয়ান’র প্রতি ভূয়সী প্রশংসাই ঝরেছে ইংলিশ আইকনের কণ্ঠে।

২০১৩ সালে স্যার অ্যালেক্স ফাগুসনের অবসরের পর থেকে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে চ্যালেঞ্জ জানাতে ব্যর্থ রেকর্ড ২০ বারের চ্যাম্পিয়ন ম্যানইউ। ডেভিড ময়েস ও লুইস ফন গালও এই কিংবদন্তি কোচের অভাব মেটাতে পারেননি। আর ইউরোপ শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নসলিগে ইংলিশ জায়ান্টদের সবশেষ শিরোপা আসে ২০০৭-০৮ মৌসুমে।

কিন্তু ওল্ড ট্রাফোর্ডে খেলোয়াড়ী জীবনে ছয়টি লিগ ট্রফি জেতা বেকহামের চোখে, মরিনহোকে কোচ হিসেবে নিয়োগ দেওয়াটা সঠিক সিদ্ধান্ত এবং তার হাত ধরে ক্লাব গৌরবময় অধ্যায় ফিরে পাবে বলেই তার বিশ্বাস।

স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বেকহাম বলেন, ‘হোসে (মরিনহো) জানেন তিনি কী চান এবং তা কীভাবে আদায় করতে হবে। আমি মনে করি, স্বরুপে ফিরতে ও আবারো শীর্ষ অবস্থান পুনরুদ্ধারের জন্য তার মতো এমন একজনকেই চেয়েছে ইউনাইটেড। ’

‘আমরা সবসময়ই এমন একটি ক্লাব এবং এখনও একটি ক্লাব- যখন কোনো টিম ওল্ড ট্রাফোর্ডে আসে তারা জানে কাদের বিপক্ষে খেলতে নামছে এবং তারা এও জানে যে তারা হারতে যাচ্ছে। তাই আমরা এই জিনিসটিই ফিরে পেতে চাই। আমি তাতে আশাবাদী। মরিনহো চেলসি ছেড়েছেন এবং এখন প্রিমিয়ার লিগেই ইউনাইটেডের সঙ্গে আছেন। এটা একটা সেরা পদক্ষেপ। ফন গালের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা ছিল। কিন্তু এটা মানুষ যেভাবে চেয়েছে সেভাবে কাজ হয়নি। আমি মনে করি, দিন শেষে এখন ইউনাইটেডের জন্য এটা নতুন শুরু ’-যোগ করেন ফ্রি-কিক লিজেন্ড বেকহাম।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।