ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নতুন মৌসুমে নতুন রূপে মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
নতুন মৌসুমে নতুন রূপে মেসি ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী মাসেই নতুন মৌসুমের চ্যালেঞ্জে মাঠে নামবে ইউরোপিয়ান জায়ান্টরা। বার্সেলোনার লক্ষ্য লা লিগার শিরোপা ধরে রাখা।

তাতে নতুন রূপে দেখা যাবে লিওনেল মেসিকে! পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী যে একেবারে ‘অস্বাভাবিক’ চুলের নতুন স্টাইলে হাজির।

মেসির দীর্ঘদিনের বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জো তার ইন্সটাগ্রাম পেজে একটি ছবি পোস্ট করেছেন। আর্জেন্টাইন আইকনের ভক্ত-সমর্থকরা যা দেখলে নিশ্চিতভাবেই চমকে উঠবেন। চুলের রঙ-ই বদলে ফেলেছেন মেসি। এর আগে তাকে এমন ‘সাদা-কালো’ চুলের স্টাইলে কেউ দেখেছেন কিনা সন্দেহ।

খেলোয়াড়দের ভিন্নধর্মী চুলের স্টাইল দেখে অভ্যস্ত ফুটবল। বছরের পর বছর ধরে তা চলে আসছে। বর্তমান তারকার মধ্যে নেইমার, ক্রিস্টিয়ানো রোনালদো, পল পগবা অন্যতম। সবশেষ ফিল জোনস, অ্যারন রামসি ও সামির নাসরি তাদের চুলের কালারে আনেন ভিন্ন মাত্রা।

এবার সে কাতারে নাম লেখালেন মেসি। এক বছরেরও বেশি সময় ধরে বার্সেলোনা তারকা অনেকটা স্বাভাবিক চুলের স্টাইল ধরে রাখেন। এখন আর সে উপায় নেই। অবশ্য দাঁড়িটা ঠিকই রেখে দিয়েছেন। আর হাতে-পায়ে ট্যাটো তো আছেই। সব মিলিয়ে সম্পূর্ণ ভিন্ন রূপেই মাঠে নামছেন বিশ্ব ফুটবলের এ ক্ষুদে জাদুকর।

নতুন মৌসুমে শুরুর আগে প্রাক মৌসুমের প্রীতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে অংশ নিচ্ছে বার্সা। যেখানে কাতালানদের প্রতিপক্ষ সেল্টিক, লিচেস্টার সিটি ও লিভারপুল। ৩০ জুলাই বাংলাদেশ সময় রাত ১১টায় স্কটিশ ক্লাব সেল্টিকের মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্টরা।

আগামী ২০ আগস্ট রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শিরোপা ধরে রাখার মিশনে নামবে লুইস এনরিকের বার্সা। তার আগে মেসিদের সামনে থাকছে স্প্যানিশ সুপার কাপের শিরোপা উল্লাসে মাতার হাতছানি। প্রতিপক্ষ সেভিয়া।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।