ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

প্রথম ম্যাচেই অঘটনের শিকার শেখ রাসেল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
প্রথম ম্যাচেই অঘটনের শিকার শেখ রাসেল ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম থেকে: জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচেই অঘটনের শিকার হলো এবারের আসরের অন্যতম শিরোপা প্রত্যাশী দল শেখ রাসেল ক্রীড়া চক্র।

লিগের আন্ডারডগ দল উত্তর বারিধারার কাছে ১-০ গোলে হেরে পয়েন্ট হারাতে হয়েছে কোচ মারুফুল হকের শিষ্যদের।

ঘরোয়া ফুটবলের যেকোনো আসরে এটিই শেখ রাসেলের বিপক্ষে উত্তর বারিধারার প্রথম জয়।       
 
আর শেখ রাসেলের বিপক্ষে জয় নিয়ে লিগে শুভ সূচনা করলো উত্তর বারিধারা। বারিধারার হয়ে একমাত্র গোলটি করেছেন দলের রক্ষণভাগের খেলোয়াড় খালেকুজ্জামান সবুজ।     
 
রোববার (২৪ জুলাই) চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে উত্তর বারিধারার বিপক্ষে বেশ আটঘাট বেঁধে খেলতে নামে শেখ রাসেল ক্রীড়া চক্র। দলটির মাঠের  দখলও ছিল দেখার মতো। পুরো প্রথমার্ধের ৭০ ভাগ বলই ছিল তাদের পায়ে।
 
দলটির এমনই এক আক্রমণ দেখা গিয়েছিল প্রথমার্ধের ১৮ মিনিটে। আক্রমণ ভাগের খেলোয়াড়রা অলঅ্যাটাক আক্রমণ চালিয়ে গিয়েছিল উত্তর বারিধারা সীমানায়। সেখানে বারিধারা রক্ষণভাগ ফাউল করলে ফ্রি কিক পায় কোচ মারুফুল হকের শিষ্যরা। কিন্তু অধিনায়ক আতিকুর রহমান মিশুর নেওয়া ফ্রি কিকটি গোলবারের উপর দিয়ে চলে গেলে গোল বঞ্চিত হয় শেখ রাসেল।
 
শেখ রাসেলের এমন ধারালো আক্রমণের মুখে খুঁজেই পাওয়া যায়নি উত্তর বারিধারাকে।
 
শেখ রাসেলের দ্বিতীয় আক্রমণটি দেখা গিয়েছিল প্রথমার্ধের অতিরিক্ত সময়ে।   উত্তর বারিধারার ডি বক্সের মধ্যে জটলার ভেতর থেকে ইকাঙ্গা বল বাড়িয়ে দেন ক্যামেরুন স্ট্রাইকার পল এমিলিকে। কিন্তু এমিলির শটটি একেবারে গোলবার ঘেঁষে বের হয়ে গেলে হতাশা ফেরে রয়্যাল ব্লুজদের শিবিরে।

আর প্রথমার্ধ শেষে এমন গোলশুন্য ড্র নিয়েই বিরতিতে যায় এবারের প্রিমিয়ার লিগের অন্যতম শিরোপা প্রত্যাশী দল শেখ রাসেল ক্রীড়া চক্র।
 
বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় দু’দলই। কিন্তু এই প্রতিযোগিতায় এগিয়ে ছিল উত্তর বারিধারা। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে দারুণ এক আক্রমণ রচনা করে সোহেল রানারা গিয়েছিল মিশুদের রক্ষণদূর্গ ভাঙতে।
 
কিন্তু মিশুদের রক্ষণভাগ সেই আক্রমণ প্রতিহত করতে গেলে ডি বক্সের মধ্যে হাতে বল লাগে শেখ রাসেল ডিফেন্ডার আসাদুজ্জামান বাবলুর। ফলে  পেনাল্টি পায় উত্তর বারিধারা। আর সেই পেনাল্টিকে পুঁজি করে জালে বল জড়িয়ে দলকে ১-০ তে এগিয়ে দেন ডিফেন্ডার খালেদুজ্জামান সবুজ।
 
পিছিয়ে পড়ে সমতায় ফিরতে আপ্রাণ চেষ্টা করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। কিন্ত শেষ পর্যন্ত তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হলে হারের গ্লানি নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল ক্রীড়া চক্র। আর উত্তর বারিধারা মাঠ ছাড়ে জয় দিয়ে লিগ শুরুর আনন্দে ভেসে।

বাংলাদেশ সময়: ২২৫৯ ঘণ্টা, ২৪ জুলাই, ২০১৬
এইচএল/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।