ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

৪০ দলের বিশ্বকাপ চাই: ইনফান্তিনো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
৪০ দলের বিশ্বকাপ চাই: ইনফান্তিনো ছবি:সংগৃহীত

ঢাকা: ফুটবলের বিশ্বায়ন ঘটাতে বিশ্বকাপে আরও বেশি দলের অংশগ্রহণ চান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি আগামী ২০২৬ বিশ্বকাপে ৪০ দলের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

 

চলতি বছরের ফেব্রুয়ারিতে সভাপতি নির্বাচিত হওয়া ইনফান্তিনো বর্তমানে আফ্রিকান দেশ নাইজেরিয়ায় সফরত আছেন। আর সুইস এই কর্তার মতে আফ্রিকা অঞ্চল থেকে তিনি আরও দুটি দেশের অংশগ্রহণ চান।

বিশ্বকাপে বর্তমানে ৩২ দলের খেলা হয়। যেখানে আফ্রিকা থেকে পাঁচটি দল খেলার সুযোগ পায়। এই প্রথাটি ১৯৯৮ সালে চালু করেছিলেন ফিফা সভাপতির পদ থেকে বরখাস্ত হওয়া সেপ ব্লাটার।

সদ্য শেষ হওয়া ইউরো ২০১৬’তে উয়েফা ২৪ দলের অংশগ্রহণ নিশ্চিত করে। যেখানে আগের আসরগুলোতে ১৬ দল নিয়ে খেলা হয়েছিল।

এ প্রসঙ্গে ইনফান্তিনো বলেন, ‘আমি বিশ্বাস করি ২০২৬ সালে ৪০ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন হবে। যেখানে আরও আটটি দল যুক্ত করা হবে। আর আফ্রিকা থেকে আসবে আরও দুটি দল। আমি আশাকরি এ ব্যাপারটি সম্পর্কে আমি সবাইকে সন্তুষ্ট করতে পারবো। ’

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ২৬ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।