ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ঢাকা আবাহনীর কষ্টার্জিত জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
ঢাকা আবাহনীর কষ্টার্জিত জয় ছবি: সোহেল সরোয়ার / বাংলানিউজটোয়েন্টিফোর

চট্টগ্রাম: চলমান প্রিমিয়ার লিগে প্রথম জয় পেয়েছে দেশের ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী লিমিটেড। ফেনী সকারের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে আবাহনী।

জুয়েল রানার একমাত্র গোলে জয়ের দেখা পায় লিগের সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়নরা।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শুক্রবার (২৯ জুলাই) ম্যাচের প্রথম থেকেই আবাহনী নিজেদের সেরাটা দিতে থাকে। তবে, দুর্দান্তভাবে খেলা চালিয়ে যাওয়া ফেনী সকারের জালের ঠিকানা পেতে আবাহনীকে প্রথমার্ধের একেবারে শেষ পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়।

ম্যাচের ৩৭তম মিনিটে আবাহনী লিড নেওয়ার সুযোগ পায়। জুয়েলের বাড়ানো বলে লি টাক-সানডে চিজোবার ওয়ান-টু-ওয়ান ব্যর্থ হয়। ৪৪তম মিনিটে গোলের দেখা পায় আবাহনী।

জুয়েলের গোলে এগিয়ে যায় জর্জ কোটানের দল। ইমনের দুর্দান্ত ফ্রি-কিক রুখে দেন ফেনীর গোলরক্ষক সুজন চৌধূরী। তবে, গ্লাভসে বল জমা না করার খেসারত দিতে হয় দলটিকে। সুযোগ বুঝে জুয়েল জোরালো শট নেন ফেনীর জাল লক্ষ্য করে। সেটি আর রুখে দিতে পারেননি ফেনীর কেউ।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা আবাহনী দ্বিতীয়ার্ধে নিজেদের আধিপত্য ধরে রাখে। নিজেদের বক্স সামলে বেশ কয়েকবার প্রতিপক্ষের ডি-বক্সেও আক্রমণ চালায় দলটি। তবে, আর উল্লাসে মেতে উঠা হয়নি আবাহনীর।

ফলে, নির্ধারিত সময়ে ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়তে হয় আবাহনীকে।

এ ম্যাচে জয়ের আগে ড্র দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করেছিল ঢাকা আবাহনী। স্বাগতিক চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ১-১ ড্র দিয়ে লিগ শুরু করে তারা। অপরদিকে, ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ড্র করে লিগ শুরু করে ফেনী সকার।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ২৯ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।