ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

‘আর্জেন্টাইন চোকার’ অর্থের লোভে যায়নি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
‘আর্জেন্টাইন চোকার’ অর্থের লোভে যায়নি

ঢাকা: বড় ম্যাচের খারাপ খেলোয়াড় হিসেবে ইতোমধ্যে নাম কুড়ানো আর্জেন্টিনার স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েনকে দলে নিয়েছে জুভেন্টাস। ফুটবল ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ও ইতালিয়ান ফুটবলে রেকর্ড ট্রান্সফার ফি’তে আর্জেন্টাইন এই তারকাকে দলে ভিড়িয়েছে জুভিরা।

তবে, অর্থের লোভে জুভিদের দলে যাননি হিগুয়েন-এমনটা জানালেন তার ভাই ও এজেন্ট নিকোলাস।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল, ২০১৫ কোপা আমেরিকার ফাইনাল এবং ২০১৬ শতবর্ষী কোপার ফাইনালে হিগুয়েনের হাস্যকর ভুলের কারণেই শিরোপা বঞ্চিত থাকতে হয় আর্জেন্টিনাকে। ‘আর্জেন্টিনার চোকার’ হিসেবেও তাকে বিশ্ব ফুটবল ডাকতে শুরু করে। তবে, সাবেক ক্লাব নাপোলির হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন ২৮ বছর বয়সী এই তারকা।

নাপোলি থেকে ৯০ মিলিয়ন ইউরোর বিনিময়ে হিগুয়েনের সঙ্গে পাঁচ বছরের চুক্তি সম্পন্ন করেছে জুভেন্টাস। যা দুই দফায় পরিশোধ করবে জুভিরা। পারিশ্রমিক বাবদ বার্ষিক আয় ধরা হয়েছে ৭ মিলিয়ন ইউরো।

এর আগে হিগুয়েনের সম্ভাব্য ক্লাব পরিবর্তন নিয়ে আক্ষেপ ঝরেছিল নাপোলি কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার কণ্ঠেও। সাবেক শিষ্যের সরাসরি প্রতিদ্বন্দ্বী ক্লাব জুভেন্টাসে যোগ দেওয়াটা মেনে নিতে পারেননি আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর।

হিগুয়েনের ভাই নিকোলোস জানান, ‘নাপোলি ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়ার আগে আমরা অনেক ভেবেছি। শুধুমাত্র বিশাল অর্থের লোভে হিগুয়েন সেখানে যোগ দেয়নি। সে অনেকবার বলেছে, জুভিদের নতুন প্রজেক্টের কারণেই নাপোলি ছেড়েছে। ’

নিকোলাস আরও যোগ করেন, ‘নাপোলির সঙ্গে বিশ্বাসঘাতকতা করার মতো নয় হিগুয়েন। বরং জুভিদের দলে যোগ দিয়ে সে নাপোলিকে আর্থিক সাহায্য করেছে। আর জুভিদের ইউরোপ সেরা করার যে প্রজেক্ট শুরু হয়েছে, তাতে অংশ নিতেই হিগুয়েন ক্লাব বদলেছে। মিডিয়ায় প্রকাশিত আর সব খবর মিথ্যে। ’

রিয়াল মাদ্রিদ অধ্যায়ের (২০০৭-১৩) ইতি টেনে ২০১৩ সালে নাপোলিতে যোগ দেন হিগুয়েন। দুর্দান্ত ফর্মে থাকা এ স্ট্রাইকার গত মৌসুমে সিরি আ’র সর্বোচ্চ গোলস্কোরারের (৩৫ ম্যাচে ৩৬) অাসনে ছিলেন। এবার জুভেন্টাসের জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষায় ‘সাবেক’ নাপোলি তারকা।

ট্রান্সফার রেকর্ডে গ্যারেথ বেল ও ক্রিস্টিয়ানো রোনালদোর পরেই এখন হিগুয়েনের অবস্থান। ২০১৩ সালে ১০০ মিলিয়ন ইউরোতে টটেনহাম থেকে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান ওয়েলস তারকা। এর চার বছর আগে ম্যানইউ ছেড়ে ৯৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে সান্তিয়াগো বার্নাব্যুতে পা রাখেন পর্তুগিজ আইকন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ৩০ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।