ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

৫৯ মিনিটেই রুনির ‘আতঙ্ক’ ক্যাসিয়াস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
৫৯ মিনিটেই রুনির ‘আতঙ্ক’ ক্যাসিয়াস ছবি: সংগৃহীত

ঢাকা: আশ্চর্যজনকভাবে ইকার ক্যাসিয়াসকে বেছে নিয়েছেন ওয়েইন রুনি! সাবেক রিয়াল মাদ্রিদ তারকার বিপক্ষে এক ঘণ্টারও কম সময় (৫৯ মিনিট) খেলেছেন ইংলিশ অধিনায়ক। তা সত্ত্বেও মুখোমুখি হয়েছেন এমন কঠিনতম গোলরক্ষকদের মধ্যে ক্যাসিয়াসকেই সবার উপরে রাখলেন রুনি।

ম্যানচেস্টার ইউনাইটেড ক্যারিয়ারে দু’বার রিয়ালের বিপক্ষে মাঠে নামেন রুনি। কিন্তু ২০১২-১৩ মৌসুমে দু’বারই দিয়েগো লোপেজের সামনে পড়েন।

২০০৪ সালে প্রথমবার ইংল্যান্ডের জার্সিতে স্প্যানিশ কিংবদন্তি ক্যাসিয়াসের মুখোমুখি হন। কিন্তু প্রথমার্ধের আগেই তাকে মাঠে ছাড়তে হয়। ওই ম্যাচে ক্যাসিয়াসসহ স্পেনের বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া বাধিয়ে দিয়েছিলেন তিনি।

এরপর রুনিকে ক্যাসিয়াসের ‍মুখোমুখি হতে দীর্ঘ ১১ বছর অপেক্ষায় থাকতে হয়। গত বছরের নভেম্বরে স্পেনের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দ্বিতীয়ার্ধের শেষদিকে তিনি বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন।

কিন্তু এতো অল্প সময়েও রুনিকে ঠিকই ভীতি উপহার দিয়েছেন বর্তমানে পোর্তোর হয়ে খেলা ক্যাসিয়াস। নিজের অফিসিয়াল ওয়েবসাইটে ম্যানইউ আইকন উল্লেখ করেন, ‘আমি যেসব গোলরক্ষকের মুখোমুখি হয়েছি তাদের মধ্যে ক্যাসিয়াসই সেরা। ফুটবলে যা জেতা সম্ভব তার সবই অর্জন করেছে। সে সর্বকালের সেরা গোলরক্ষকদের মধ্যে অন্যতম। ’

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।