ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বিপিএল’র ময়মনসিংহ ভেন্যু পরিদর্শন কর্মকর্তাদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৬
বিপিএল’র ময়মনসিংহ ভেন্যু পরিদর্শন কর্মকর্তাদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ময়মনসিংহ ভেন্যু পরিদর্শন করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা।

বুধবার (০৩ আগস্ট) ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম পরিদর্শন করেন ফেডারেশনের জেনারেল সেক্রেটারি আবু নাঈম সোহাগ।

উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। এর আগে ফেডারেশনের কর্মকর্তারা জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

কর্মকর্তারা ময়মনসিংহ ভেন্যু পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে বলেন, আমরা আশা করি এ পেশাদার লীগ ময়মনসিংহের ফুটবলে নতুন মাত্রা দেবে।

চট্টগ্রামের পর্ব শেষে শুক্রবার শিরোপাধারী শেখ জামাল বনাম চট্টগ্রাম আবাহনীর মধ্যকার ম্যাচ দিয়ে ময়মনসিংহে শুরু হতে যাচ্ছে এ ফুটবল লীগ। ওইদিন বিকেল সাড়ে ৩টায় মাঠে গড়াবে ময়মনসিংহ পর্বের ম্যাচ।

জানা যায়, মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে। এখন চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৬
এমএএএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।