ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ডি মারিয়ার এমেরি স্তুতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
ডি মারিয়ার এমেরি স্তুতি ছবি: সংগৃহীত

ঢাকা: পিএসজির কোচের দায়িত্ব নিয়ে রীতিমতো উড়ছেন ইউনাই এমেরি। প্রাক মৌসুম প্রস্তুতিতে ফরাসি চ্যাম্পিয়নদের পারফরম্যান্স চোখে পড়ার মতোই।

সবশেষ লিঁওনকে হারিয়ে তারা টানা চতুর্থবারের মতো ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা ঘরে তোলে। এবার দলের অন্যতম সেরা খেলোয়াড় অ্যাঞ্জেল ডি মারিয়ার ভূয়সী প্রশংসাই কুড়ালেন এমেরি।

সেভিয়াকে টানা তিনবার ইউরোপা লিগ জেতানো কোচ এমেরির অধীনে পিএসজি আরো গতিময় ফুটবল খেলছে বলেই মনে করছেন ডি মারিয়া। গতবারের টপস্কোরার জ্লাতান ইব্রাহিমোভিচ ম্যানইউতে যোগ দেওয়ায় নতুন মৌসুমে অধিক গোল পেতে নতুন উপায় খুঁজতে হবে পিএসজিকে! দলের খেলার কৌশলে ইতিবাচক পরিবর্তনে এমেরিকে কৃতিত্ব দিচ্ছেন আর্জেন্টাইন তারকা।

ডি মারিয়ার অভিমত, ‘জয় পাওয়াটা কখনই সহজ নয়। এটি অব্যাহত রাখতে হলে আরো ভালো করতে হবে। সবাই খেলছে এবং খেলা চলাকালীন সবাই নিজের গুরুত্বটা অনুভব করছে। এটাই গুরুত্বপূর্ণ। নতুন টেকনিক্যাল স্টাফের অধীনে আমরা অনেক কাজ করেছি এবং মাঠেই তার ফলাফল এসেছে। ‍’

‘আমরা অধিক চাপিয়ে খেলছি, আক্রমণে যেতে দ্রুততার সঙ্গে সামনে এগোচ্ছি। কোচ আমাদের কাছে অনেক কিছু জিজ্ঞেস করেছেন। প্রথম ট্রফি জয়ের মধ্য দিয়ে এরই মধ্যে সবাই এর রেজাল্টটাও দেখেছে। ’-যোগ করেন ডি মারিয়া।

গত জুনের শেষদিকে পিএসজির কোচের দায়িত্ব নেন এমেরি। তার অধীনে এখন পাঁচ ম্যাচের সবকটিতেই দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রেঞ্চ জায়ান্টরা। প্রাক মৌসুম ইভেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদকে সমান ৩-১ ব্যবধানে আর ইংলিশ চ্যাম্পিয়ন লিচেস্টার সিটিকে ৪-০ গোলে উড়িয়ে দেয় এমেরির শিষ্যরা।

আগামী ১২ আগস্ট (শুক্রবার) বাস্তিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শিরোপার মিশনে নামবে পিএসজি। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।