ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসিকে চায় তার শৈশবের ক্লাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
মেসিকে চায় তার শৈশবের ক্লাব

ঢাকা: ফুটবলের সর্বোচ্চ পর্যায় থেকে অবসর নেওয়ার পর আর্জেন্টাইন ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসির ইচ্ছা নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের হয়ে খেলা। আর্জেন্টাইন এই ক্লাব থেকেই ১৩ বছর বয়সে তাকে তুলে নিয়েছিল বার্সেলোনা।

মাত্র ৭ বছর বয়সে নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের হয়ে নাম লেখান বর্তমান বিশ্বসেরা ফুটবলার মেসি। ১৯৯৪ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত খেলেছেন সেখানে।

আর্জেন্টাইন এই ক্লাবটি ২০১৮ সালের পর আবারো মেসিকে তাদের দলে পেতে চাইছে। দেশের জার্সি গায়ে ২০১৮ সালের বিশ্বকাপ খেলার কথা রয়েছে তার। আর সে বছরই বার্সার সঙ্গেও তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে।

নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান দিয়ামিকো ২০১৮ সালের পর মেসিকে নিজের দলে পাবেন বলে বিশ্বাস করেন। তিনি জানান, বিশ্বকাপে দেশের হয়ে দায়িত্ব পালনের পর মেসি এস্তোদিও মার্সেলো বেইলসায় (ক্লাবটির নিজস্ব মাঠ) ফিরবেন। অদূর ভবিষ্যতে এটা হবে মেসির অন্য ধরনের দেশপ্রেম।

পাঁচবারের ব্যালন ডি অর জয়ী মেসি আগেই জানিয়েছিলেন, ‘আমি চাই ক্যাম্প ন্যু’তে যতদিন সম্ভব খেলে যেতে। তারপর পেশাদার ফুটবল থেকে অবসর নিয়ে বাকি সময়টা আমার শৈশবের দল নিউওয়েলস ওল্ড বয়েজের হয়ে খেলতে চাই। ইচ্ছাটা বাস্তবায়িত হলে খুশি হবো। কারণ, ফুটবলে আগে থেকে কিছু বলা যায় না। একমুহূর্তে অনেক কিছু বদলে যেতে পারে। ’

ক্রিস্টিয়ান দিয়ামিকো আরও জানান, আমি আশাবাদী মেসি আমাদের দলে খেলবে। এখানে সে খেলতে এলে সেটা হবে ক্লাবের ইতিহাসে সবথেকে বড় অর্জন। নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের জার্সিতেও তাকে ভালো মানাবে। বিশ্বসেরা একজন ফুটবল আমাদের ক্লাবে থাকলে স্পন্সর প্রতিষ্ঠান গুলো এগিয়ে আসবে। ক্লাবের আর্থিক অবস্থা পাল্টাতে শুরু করবে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ২৩ আগস্ট ২০১৫
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।