ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ছয় বছর পর ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
ছয় বছর পর ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ২৮ আগস্ট বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামস্থ শহীদ ক্যাপ্টেন (অব:) এম মনসুর আলী হ্যান্ডবল মাঠে শুরু হবে। প্রতিযোগিতা উপলক্ষে আজ (২৩ আগস্ট) ডিআরইউর সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিভিন্ন তথ্য উপস্থাপন করেন ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান।

 

ডিআরইউ সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিআরইউ’র সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য শেখ মাহমুদ এ রিয়াত। আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব কাজী শহীদুল আলম ও সাহাব উদ্দীন সাহাব।

সংবাদ সম্মেলনে ডিআরইউ’র সভাপতি জামাল উদ্দীন বলেন, এ বছরই আমরা প্রথমবারের মতো সফল ক্রীড়া সম্পাদকের নেতৃত্বে সদস্য ও সন্তানদের সাঁতার প্রশিক্ষণ, পারিবারিক ক্রীড়া উৎসব ও হ্যান্ডবল টুর্নামেন্টের আয়োজন করেছি। ৬ বছরের দীর্ঘ বিরতির পর আয়োজন করতে যাচ্ছি মিডিয়া কাপ ফুটবলের মতো বড় একটি টুর্নামেন্ট, যা ডিআরইউ’র সেরা একটি আয়োজন। সামনে আমরা আরো বেশ কয়েকটি টুর্নামেন্টের আয়োজন করব।

সাধারণ সম্পাদক রাজু আহমেদ জানান, ডিআরইউর সফল ক্রীড়া সম্পাদকের নেতৃত্বে আমরা বেশ কয়েকটি ইভেন্ট ভালোভাবে শেষ করতে পেরেছি, আমরা এবার ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টটিও সুন্দরভাবে শেষ করতে চাই। ভবিষ্যতে আমরা ডিআরইউর ক্রীড়ায় একটি ভিন্নমাত্রা যোগ করতে চাই।

সংবাদ সম্মেলনে ক্রীড়া সম্পাদক মো: মজিবুর রহমান জানান, নির্বাচিত হওয়ার পর থেকেই আমার চিন্তা-ভাবনা ছিলো ডিআরইউর ক্রীড়াঙ্গনে নতুন কিছু সংযোজন করার। সেই পরিকল্পনা থেকেই সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি, পারিবারিক ক্রীড়া উৎসব ও হ্যান্ডবল টুর্নামেন্টের আয়োজন সম্পন্ন করি। আজকের এই বড় একটি টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ তারই ধারাবাহিকতার একটি অংশ। ডিআরইউর মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টটি সুন্দরভাবে সম্পন্ন হলে ভবিষ্যতে ক্রিকেটসহ অন্যান্য ইভেন্টগুলোও সফলতার সাথে সম্পন্ন করতে চেষ্টা করবো।

তিনি ভেন্যুসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করায় হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুরকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের শুরুতেই প্রতিযোগিতার ট্রফি উন্মোচন করা হয়। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ট্রফি ছাড়াও নগদ ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা এবং রানার্স আপ দল ট্রফি ছাড়াও নগদ ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থ পুরস্কার লাভ করবে। এছাড়া সুশৃংখল দলকে ফেয়ার প্লে ট্রফি দেয়া হবে। ম্যান অব দ্য টুর্নামেন্ট এবং প্রতিম্যাচের সেরা খেলোয়াড়কে স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

এবারের প্রতিযোগিতায় ৩৪টি জাতীয় দৈনিক, সংবাদ সংস্থা, অনলাইন মিডিয়া এবং স্যাটেলাইট চ্যানেল অংশগ্রহণ করবে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ২৩ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।