ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বার্সার প্রতিপক্ষ ম্যানসিটি, সহজ গ্রুপে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
বার্সার প্রতিপক্ষ ম্যানসিটি, সহজ গ্রুপে রিয়াল

ঢাকা: ইউরোপ সেরা ক্লাবগুলোর মহাযজ্ঞ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ২০১৬-১৭ মৌসুমের এই জমজমাট টুর্নামেন্টের শিরোপার জন্য লড়বে ৩২টি দল।

২২টি দল আগেই ঠিক হয়ে ছিল। প্লে অফ উতরে আরও ১০টি দল যোগ দেয় বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, লিচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখের সঙ্গে।

মোনাকোতে চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হয়েছে। গ্রুপ পর্বের এই ড্র’তে একই গ্রুপে পড়েছে বার্সেলোনা আর ম্যানচেস্টার সিটি। ফলে, সাবেক দল বার্সার মুখোমুখি হচ্ছেন সিটিজেনদের দায়িত্ব নেওয়া পেপ গার্দিওলা। পাঁচ বারের ইউরোপ চ্যাম্পিয়ন কাতালারা ২০১৪ ও ২০১৫ সালে শেষ ষোলো থেকে ম্যানচেস্টার সিটিকে বিদায় করে। ‘সি’  গ্রুপে বার্সা-ম্যানসিটির অন্য দুই প্রতিপক্ষ জার্মানির বরুশিয়া মনশেনগ্লাডবাখ ও স্কটল্যান্ডের সেল্টিক।

লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়বে জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ড। ‘এফ’ গ্রুপে রিয়ালের বাকি প্রতিপক্ষ পর্তুগালের স্পোর্টিং লিসবন ও পোল্যান্ডের লেগিয়া ওয়ারস।

গ্রুপ ‘এ’ তে রয়েছে ইংলিশ ফেভারিট আর্সেনাল। তাদের প্রতিপক্ষ হিসেবে এই গ্রুপে লড়বে পিএসজি, লোদোগোরেটস রাজগার্দ আর বাসেল। গ্রুপ ‘বি’ তে লড়বে বেনফিকা, নাপোলি, ডায়নামো কিভ আর বেসিকতাস। গ্রুপ ‘ডি’ তে আছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ, অ্যাতলেতিকো মাদ্রিদ, পিএসভি আর রোস্তভ।

গ্রপপর্বে ‘ই’ গ্রুপে একে অপরের মোকাবেলা করবে সিএসকেএ মস্কো, বায়ার রেভারকুজেন, টটেনহাম আর মোনাকো। গ্রুপ ‘জি’ তে রয়েছে বর্তমান ইংলিশ চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি। তাদের বাকি প্রতিপক্ষ হিসেবে থাকছে পোর্তো, ক্লাব ব্রুজ এবং কোপেনহেগেন। ‘এইচ’ গ্রুপে আছে জুভেন্টাস, সেভিয়া, লিও এবং ডায়নামো জাগরেব।

সেপ্টেম্বরের ১৩ ও ১৪ তারিখে গ্রুপপর্বের প্রথম ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।