ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জয় দিয়ে মিশন শুরু টাইগ্রেসদের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৬
জয় দিয়ে মিশন শুরু টাইগ্রেসদের ছবি: সংগৃহীত

ঢাকা: এফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে জয় দিয়ে শুরু করলো বাংলাদেশের খুদে ফুটবলাররা। ইরানকে ৩-০ গোলে হারিয়ে লাল-সবুজদের মিশন শুরু হলো দুর্দান্তভাবে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ছয়টায় মুখোমুখি হয় বাংলাদেশ আর ইরান।

ইরানের বিপক্ষে ম্যাচ দিয়েই ২০১৭ সালের আসরের বাছাই পর্ব শুরু করে স্বাগতিক হিসেবে খেলতে নামা বাংলাদেশের মেয়েরা। অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের শেষ ম্যাচে গতবার এই ইরানের কাছেই হেরেছিল লাল-সবুজের খুদে ফুটবলাররা। শেষ ম্যাচে ইরানের কাছে ২-১ ব্যবধানে হেরে তৃতীয় হয়েছিল বাংলাদেশ।

এবার তার প্রতিশোধও নেওয়া হয়ে গেলো কৃষ্ণা রানী সরকারের দল।

এএফসি অনূর্ধ্ব-১৬ মেয়েদের বাছাই ফুটবলের প্রথম ম্যাচে বেশ সতর্ক ছিল কৃষ্ণা-মার্জিয়ারা। পুরো ম্যাচেই দারুণ দাপট দেখিয়ে খেলেছে কোচ গোলাম রব্বানী ছোটনের ছাত্রীরা। ম্যাচের প্রথম থেকেই প্রতিপক্ষ ইরানকে একের পর এক আক্রমণে কোণঠাসা করে রাখে বাংলাদেশ।

তবে, প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি স্বাগতিকরা। কিন্তু, ম্যাচে টাইগ্রেসদের দাপট এতোটাই বেশি ছিল যে, প্রথমার্ধে বাংলাদেশের ডি-বক্সের বল নিয়ে ঢুকতেই পারেনি ইরান। দ্বিতীয়ার্ধে গোল করেন মার্জিয়া, মৌসুমী জাহান ও তহুরা খাতুন।

খেলার ৬৩তম মিনিটে লিড নেয় বাংলাদেশ। মার্জিয়ার জোরালো শটে ইরানের জাল কেঁপে উঠে। ১-০তে এগিয়ে যাওয়া বাংলাদেশ ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি। ৬৬ মিনিটেই ২-০ স্কোরলাইন করেন মৌসুমী জাহান। আর খেরার ৮৬ মিনিটের মাথায় ইরানের জালে শেষবারের মতো বল জড়ান তহুরা। তার হেডে জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।

‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশ দলের দ্বিতীয় ম্যাচ আগামী পরশু সিঙ্গাপুরের বিপক্ষে।

এদিকে, শনিবার (২৭ আগস্ট) প্রথম ম্যাচে কিরগিজস্তানকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে চাইনিজ তাইপে। আর দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে সংযুক্ত আরব আমিরাত।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।