ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ডিআরইউ মিডিয়া কাপ ফুটবলে সাতটি ম্যাচ অনুষ্ঠিত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
ডিআরইউ মিডিয়া কাপ ফুটবলে সাতটি ম্যাচ অনুষ্ঠিত

ঢাকা: দীর্ঘ ৬ বছর পর আবার শুরু হলো ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। রোববার (২৮ আগস্ট) সকাল ১০টায় শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান, এমপি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, ডিআরইউ’র অর্থ সম্পাদক কামরুজ্জামান কাজল, যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, দপ্তর সম্পাদক মেহেদী আজাদ মাসুম, কল্যাণ সম্পাদক মোহাম্মদ জিলানী মিলটন ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আমিনুল হক মল্লিক, কাজী শহীদ ও সাহাব উদ্দীন সাহাব।  

উদ্বোধনী দিনে সাতটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে রেডিও টুডে ২-০ গোলে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন রেডিও টুডের আবদুল্লা শাফি।

দ্বিতীয় ম্যাচে যমুনা টিভি টাইব্রেকারে ৭- ৬  গোলে চ্যানেল আইকে পরাজিত করে । বিজয়ী দলের রাহাত মিনহাজ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। তৃতীয় ম্যাচে টাইব্রেকারে সমকাল ৪-৩ গোলে ইউএনবিকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন সমকালের শরিফুল ইসলাম। চতুর্থ ম্যাচে দৈনিক জনকন্ঠ ১-০ গোলে দৈনিক নয়া দিগন্তকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন জনকন্ঠের অতিথি খেলোয়াড় মাহমুদুন্নবী চঞ্চল।

পঞ্চম ম্যাচে বাসস ১-০ গোলে কালের কন্ঠকে পারাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের মলয় দত্ত। পরের ম্যাচে জিটিভি ২-১ গোলে বৈশাখী টিভিকে হারায়। ম্যাচ সেরা হয়েছেন জিটিভির সাইফুল ইসলাম। দিনের শেষ ম্যাচে আরটিভি ১-০ গোলের ব্যবধানে আমাদের সময়কে হারিয়েছে। ম্যান অব দ্য ম্যাচ বিজয়ী হন বিজয়ী দলের রাজিব খান।

দৈনিক ইত্তেফাক ও অবজারভার নির্ধারিত সংখ্যক খেলোয়াড় নিয়ে মাঠে না নামায় এটিএন নিউজ ও বিডিনিউজ ২৪ ওয়াক ওভার লাভ করে।
 
ঢাকা রিপোর্টার্স ইউনিটির ব্যবস্থাপনায় দীর্ঘ ৬ বছর পর এ টুর্ণামেন্টের আয়োজন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।