ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বাংলানিউজের টানা দ্বিতীয় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
বাংলানিউজের টানা দ্বিতীয় জয় ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ওয়ালটন-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম। সমকালকে টাইব্রেকারে ২-১ গোলের ব্যবধানে হারায় বাংলানিউজ।

মঙ্গলবার টুর্নামেন্টের তৃতীয় দিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামস্থ শহীদ ক্যাপ্টেন (অব:) এম মনসুর আলী হ্যান্ডবল মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে ম্যাচের নির্ধারিত ২০ মিনিট কোনো গোল না হলে রেফারি টাইব্রেকারের বাঁশি বাজান।

পরে টাইব্রেকারে বাংলানিউজ তিনটি শটের মধ্যে দুটি গোলে পরিণত করে। অপরদিকে সমকাল চারটি শটের মাঝে মাত্র একটি গোল দিতে সমর্থ হয়। বাংলানিউজের গোলরক্ষকের দায়িত্ব পালন করা সেরাজুল ইসলাম সিরাজ এবং এসএম সালাউদ্দিন গোলের দেখা পান। পাশাপাশি গোলরক্ষক সিরাজ তিনটি শট সেভ করে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরে ম্যাচ সেরার পুরস্কার তার হাতেই ওঠে।

বাংলানিউজ টিমের হয়ে এ আসরে অধিনায়কের সঙ্গে গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন সেরাজুল ইসলাম সিরাজ। এছাড়া অন্য খেলোয়াড়রা হলেন, এসএম সালাউদ্দিন, মাজেদুল নয়ন, মাহফুজুল ইসলাম, শাহজাহান মোল্লা, রহমান মাসুদ ও এসএম আব্বাস।

অতিথি খেলোয়াড় হিসেবে খেলছেন বাংলাদেশ প্রতিদিনের মেজবাহ-উল-হক। দলে কোচের দায়িত্ব পালন করছেন ইকরাম-উদ দৌলা। আর ম্যানেজার হিসেবে ছিলেন শামীম খান।

এবারের প্রতিযোগিতায় ৩৪টি জাতীয় দৈনিক, সংবাদ সংস্থা, অনলাইন মিডিয়া এবং স্যাটেলাইট চ্যানেল অংশগ্রহণ করছে। প্রতি দলে ৬ জন করে খেলোয়াড় খেলছে। প্রতি দলে কোচ ও ম্যানেজারসহ মোট ১০ জন সদস্য আছেন। তবে, কোচ ও ম্যানেজার ডিআরইউ’র সদস্য হলে খেলতে পারবেন।

রোববার (২৮ আগস্ট) থেকে মাঠে গড়ানো এই টুর্নামেন্টের ফাইনাল আগামী ০১ সেপ্টেম্বর।

এবারের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ট্রফি ছাড়াও চল্লিশ হাজার টাকার প্রাইজমানি এবং রানার্স আপ দল ট্রফি ছাড়াও বিশ হাজার টাকার প্রাইজমানি পাবে। এছাড়া সুশৃংখল দলকে ফেয়ার প্লে ট্রফি দেয়া হবে। ম্যান অব দ্য টুর্নামেন্ট এবং প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। সেরা খেলোয়াড় পাবেন ৫ হাজার টাকার প্রাইজমানি ও ট্রফি। সর্বোচ্চ গোলদাতা পাবেন ৫ হাজার টাকার প্রাইজমানি ও ট্রফি।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, ২৮ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।