ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ব্রাভোকে ছাড়াই চিলির বিশ্বকাপ বাছাইয়ের দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
ব্রাভোকে ছাড়াই চিলির বিশ্বকাপ বাছাইয়ের দল ছবি: সংগৃহীত

ঢাকা: প্যারাগুয়ে ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে চিলি দলে নেই ক্লদিও ব্রাভোর নাম। নিয়মিত অধিনায়ককে ছাড়াই মাঠে নামবে কোপা আমেরিকা জয়ীরা।

অবাক হওয়ার কিছু নেই! ব্যক্তিগত ও পারিবারিক কারণেই এ দু’টি ম্যাচে খেলছেন না তিনি।

কয়েকদিন আগেই বার্সেলোনা ছেড়ে চার বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন ব্রাভো। এবার জাতীয় দলের বাইরে থাকছেন ৩৩ বছর বয়সী এ গোলরক্ষক।

আগামী শুক্রবার (২ সেপ্টেম্বর) ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিতের মিশনে স্বাগতিক প্যারাগুয়ের মুখোমুখি হবে চিলি। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে চিলিয়ানদের এটি সপ্তম ম্যাচ। পাঁচদিন পর (বুধবার ভোর সাড়ে ৫টা) ঘরের মাঠে বলিভিয়াকে আতিথ্য দেবেন আলেক্সিস সানচেজরা।

পয়েন্ট টেবিলে ছয় ম্যাচ শেষে তিন জয়, এক ড্র ও দুই পরাজয়ে ১০ পয়েন্ট নিয়ে চার নম্বরে চিলি। সমান ম্যাচে ৯ পয়েন্টে সাতে প্যরাগুয়ে ও মাত্র তিন পয়েন্টে নবম স্থানে বলিভিয়া। শীর্ষে থাকা উরুগুয়ের সংগ্রহ ১৩। এর পরেই ইকুয়েডর (১৩) ও আর্জেন্টিনার (১১) অবস্থান। ছয়ে ব্রাজিল। এক পয়েন্ট এগিয়ে থেকে সেলেকাওদের উপরে কলম্বিয়া (১০)।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।