ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কোয়ার্টারে বাংলানিউজের প্রতিপক্ষ সংবাদ প্রতিদিন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
কোয়ার্টারে বাংলানিউজের প্রতিপক্ষ সংবাদ প্রতিদিন ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের (প্রি-কোয়ার্টার ফাইনাল) ৮টি খেলা শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে  অনুষ্ঠিত হয়। দ্বিতীয় রাউন্ডে জয়ী হয়ে ৮টি দল কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) প্রথম ম্যাচে এটিএন বাংলা টাইব্রেকারে ৩-১ গোলে যমুনা টিভিকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন এটিএন বাংলার পরাগ আরমান। দ্বিতীয় ম্যাচে বাংলানিউজ টাইব্রেকারে ২-১ গোলে সমকালকে পরাজিত করে। বিজয়ী দলের সেরাজুল ইসলাম সিরাজ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। তৃতীয় ম্যাচে বাংলাভিশন ২-০ গোলে রেডিও টুডেকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন বাংলাভিশনের মনিরুজ্জামান উজ্জ্বল। চুতর্থ ম্যাচে ডেইলি স্টার ১-০ গোলে জিটিভিকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন ডেইলি স্টারের আল আমিন।

এছাড়া, পঞ্চম ম্যাচে  কালের কন্ঠ টাইব্রেকারে ৪-১ গোলে বিডি নিউজকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের রাহেনুর ইসলাম। পরের ম্যাচে দ্য ইন্ডিপেন্ডেন্ট টাইব্রেকারে ২-০ গোলে জনকন্ঠকে হারায়। ম্যাচ সেরা হয়েছেন দ্য ইন্ডিপেন্ডেন্টের সাহেদ সিদ্দিকী। দিনের সপ্তম ম্যাচে সংবাদ প্রতিদিন ১-০ গোলের ব্যবধানে আরটিভিকে হারিয়েছে। ম্যান অব দ্য ম্যাচ বিজয়ী হন বিজয়ী দলের বদরুল আলম খোকন। দিনের শেষ ম্যাচে এটিএন নিউজ টাইব্রেকারে ১-০ গোলে ইনকিলাবকে হারায়। ম্যাচ সেরা হয়েছেন এটিএন নিউজের তৌহিদুর রহমান।

মঙ্গলবারের খেলায় অতিথি হিসেবে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন ডিআরইউ সাবেক সভাপতি শাহেদ চৌধুরী, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের হেড অব গেমস এন্ড ওয়েলওফয়ার এফ. এম. ইকবাল- বিন আনোয়ার ডন, বাংলাদেশ হকি ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি শফিউল্লাহ আল মুনীর, ডিআরইউ’র সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, এএফসি ম্যাচ কমিশনার আহসান আহমেদ অমিত, জনকণ্ঠের ডেপুটি এডিটর কায়সার রহমান, যমুনা টিভির স্পোর্টস এডিটর হাসান উল্লাহ খান রানা, সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক আবু জাফর সূর্য, সমকালের চিফ রিপোর্টার লোটন একরাম, ডেইলি স্টারের স্পোর্টস এডিটর মো: আল আমিন, এটিএন বাংলার নিউজ এডিটর আশরাফুর কবির আসিফ।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির ব্যবস্থাপনায় দীর্ঘ ৬ বছর পর এ  টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।

আগামীকালের খেলা: কোয়ার্টার ফাইনাল

বুধবার (৩১ আগস্ট) একই ভেন্যুতে কোয়ার্টার ফাইনালের ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে মুখেমুখি হবে এটিএন বাংলা ও এটিএন নিউজ (সকাল ৯টা), দ্বিতীয় ম্যাচে খেলবে বাংলানিউজ ও সংবাদ প্রতিদিন (সকাল ৯:৩০মি), তৃতীয় ম্যাচে বাংলাভিশনের প্রতিপক্ষ দ্য ইন্ডিপেনডেন্ট (সকাল ১০টা) এবং চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে ডেইলি স্টার ও কালের কন্ঠ (সকাল ১০:৩০টা)।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।